FIFA WC 2022: বিশ্বকাপের তৃতীয় কণিষ্ঠতম গোলদাতা গাভি, তালিকায় একে কে?
রোমানিয়ার নিকোলাই কোভাক্স বিশ্বকাপের মঞ্চে পঞ্চম কণিষ্ঠতম গোলদাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৩০ বিশ্বকাপে ১৮ বছর ১৯৮ দিনে পেরুর বিরুদ্ধে গোল করেন রোমানিয়ান তারকা। তিনি বিশ্বযুদ্ধের প্রাক্কালে তিনটি বিশ্বকাপেই অংশ নেওয়া গুটিকয়েক ফুটবলারদের অন্য়তম।
তালিকায় চার নম্বরে রয়েছেন লিভারপুল তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার মাইকেল আওয়েন।
তিনি ১৮ বছর ১৯০দিনে ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে রোমানিয়ার বিরুদ্ধে গোল করেন।
কোস্তা রিকার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামেন গাভি। তিনিই বিশ্বকাপে স্পেনের হয়ে খেলা কণিষ্ঠতম ফুটবলার।
১৮ বছর ১১০ দিনে স্পেনের জার্সি গায়ে কোস্তা রিকার বিরুদ্ধে গোল করে তিনি বিশ্বকাপের মঞ্চে তৃতীয় কণিষ্ঠতম গোলদাতা হয়ে যান।
তালিকায় দ্বিতীয় স্থানে কোনও ফরোয়ার্ড বা মিডফিল্ডার নন, রয়েছেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস।
তিনি ১৯৩০ সালের বিশ্বকাপে ১৮ বছর ৯০ দিনের মাথায় বল জালে জড়ান। তবে দুর্ভাগ্যবশত সেটি একটি আত্মঘাতী গোল ছিল।
বিশ্বকাপে পেলের রেকর্ডের অন্ত নেই। এই তালিকাতেও ব্রাজিল কিংবদন্তিই একে।
তিনি মাত্র ১৭ বছর ২৩৯ দিনে ওয়েলশের বিরুদ্ধে ১৯৫৮ বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -