FIFA World Cup: গ্রুপ পর্ব থেকেই বিদায় কাতারের, বিশ্বকাপের আয়োজক দেশগুলি অতীতে কেমন পারফর্ম করেছে?
প্রায় সপ্তাহখানেক আগে শুরু হয়েছে বিশ্বকাপের মহারণ। ইতিমধ্যেই সবকয়টি দলই মাঠে নেমে পড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের বিশ্বকাপ প্রথমবার আয়োজিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তবে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছে আয়োজক কাতার।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও আয়োজক দেশ মাত্র দুই ম্যাচ পরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।
চার বছর আগে আয়োজক দেশ রাশিয়া সৌদি আরবকে ৫-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় রাশিয়ার সফর।
২০১৪ সালে আয়োজক দেশ ছিল ব্রাজিল। ভবিষ্যত চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ৭-১ সেমিফাইনালে হেরে যায় ব্রাজিল।
২০১০ সালের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্ব থেকে এগোতে পারেনি। তবে তারা দ্বিতীয় ম্য়াচ শেষেও কিন্তু টুর্নামেন্টে টিকে ছিল।
২০০৬ সালে আয়োজক জার্মানি ০-২ ইতালির বিরুদ্ধে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
এই শতকের প্রথম বিশ্বকাপ জাপান ও দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে আয়োজন করেছিল। জাপান প্রি-কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও, দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে পৌঁছয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -