FIFA World Cup: ডেঙ্গি সচেতনতায় ফুটবল! বিশ্বকাপ জ্বরে কাবু কলকাতা
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে না থেকেও রয়েছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের সর্বত্র ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। ফুটবল জ্বরে কাবু কলকাতাও।
শহরে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেও ব্যবহার হচ্ছে ফুটবল।
মশারির ভেতর ফুটবল খেলে সচেতনতার বার্তা দিচ্ছে কচিকাঁচারা।
গোটা বাংলা ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন দেশের সমর্থনে।
কেউ ব্রাজিলের ভক্ত। কেউ চান আর্জেন্তিনার জয়। জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল বা স্পেনের সমর্থনও রয়েছে ভাল মতোই।
শহরের বিভিন্ন রাস্তা সেজে উঠেছে বিভিন্ন দলের জাতীয় পতাকা, তারকা ফুটবলারদের ম্যুরালে।
শহরের বিভিন্ন জায়গায়, এমনকী গ্রাম বাংলার পাড়ায় পাড়ায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, নেমারদের কাট আউট।
বিভিন্ন দলের সাপোর্টাররা একসঙ্গে বসে প্রিয় দলের খেলা দেখছেন। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -