Kitchen Vastu: কীভাবে রান্নাঘরের বাস্তু ঠিক রেখে পরিবারকে ভালো রাখবেন ?

Best Kitchen Vastu: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকটি রান্নাঘরের জন্য শুভ ? কোনদিকে জল রাখবেন ? কী রঙই বা করবেন ? রইল সাতকাহন।

কীভাবে রান্নাঘরের বাস্তু ঠিক রেখে পরিবারকে ভালো রাখবেন ?

1/10
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘরের জন্য শুভ দিক। এদিকে রান্নাঘর থাকলে পরিবারে সুখ আসবে।
2/10
পূর্বদিকে আগুন জ্বালাবার ওভেন রাখলে ভাল হয়। এতে বাস্তুদোষ থাকলেও তা কেটে যাবে।
3/10
রান্নাঘরে ইন্ডাকশন-মাইক্রোওয়েভও দক্ষিণ-পূর্ব করে রাখতে হবে। অর্থাৎ খাবার গরম করার যেকোনও যন্ত্রই এই দিকে রাখলে শুভ।
4/10
পাশাপাশি এই দিকের শাসক গ্রহ শুক্র। এবং সারাদিনের বেশিভাগ সময়টা এই দিকেই কাটে মহিলাদের।
5/10
তাই বাস্তুদোষ না থাকলে, তাঁদের জীবনও সুন্দর হয়ে ওঠে। ওয়াটার পিউরিফায়ার বা জলের আধার রাখুন রান্নাঘরের উত্তর-পশ্চিম দিক করে।
6/10
যদি এই দিক করে রান্নাঘরে এই মুহূর্তে স্পেস না থাকে, বা নতুন করে সাজানো সম্ভব নয়, তাহলে কী হবে ? রয়েছে এরও বিকল্প।
7/10
দক্ষিণ-পূ্র্ব দিকে একটি লাল ইন্ডিকেটর বা, লাল আলো দিয়ে রাখুন। কিছুটা হলেও বাস্তু দোষ নিয়ন্ত্রণে রাখা যাবে।
8/10
রান্নাঘরের মধ্যে কখনও কোনও ঠাকুর দেবতা রাখবেন না। রান্নাঘরের ভিতর দিয়ে বাথরুমের দরজা রাখবেন না।
9/10
রান্নাঘরের দেওয়ালের রঙ সবসময় হালকা রাখুন। হালকা হলুদ, হালকা নীল রাখতে পারেন। কারণ রঙের উপরেও অনেক কিছু নির্ভর করে।
10/10
রান্নাঘরে আলোও ভেবে চিন্তে বসান। যদি দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘর হয়, তাহলে লাল আলো এড়িয়ে যান।
Sponsored Links by Taboola