IFA Shield Final: লাল-হলুদ স্বপ্নকে গুঁড়িয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান
East Bengal vs Mohun Bagan: মরশুমে দুবারের সাক্ষাতে দুবারই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জনতা অপেক্ষায় ছিল, শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামেই না হ্যাটট্রিক হয়!
Continues below advertisement
শিল্ডজয়ী মোহনবাগান। - আইএফএ
Continues below advertisement
1/10
মরশুমে দুবারের সাক্ষাতে দুবারই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan)। লাল-হলুদ জনতা অপেক্ষায় ছিল, শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেবে তারা। দীপাবলির আগেই শুরু হবে আলোর রোশনাই।
2/10
তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের। উল্টে, আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতেই হল।
3/10
ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জনতার আবেগ অবশ্য ধাক্কা খেল।
4/10
প্রথমে ম্যাচে সমতা ফেরাল মোহনবাগান। তারপর টাইব্রেকারে ৫-৪ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েই দিল তারা। দীপাবলির আলোর রোশনাইয়ের রং পাল্টে হয়ে গেল সবুজ-মেরুন। ইস্টবেঙ্গলকে হারিয়ে ১২৫তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
5/10
চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দীর্ঘ ২২ বছর পরে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। সমর্থকদের ক্ষোভেও যেন প্রলেপ পড়ল কিছুটা।
Continues below advertisement
6/10
এএফসি টুর্নামেন্ট খেলতে ইরানে যায়নি বলে প্রিয় ক্লাবের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা। এমনকী, ফুটবলাররদের ঘিরেও চলেছিল ক্ষোভ প্রদর্শন।
7/10
দিমিত্রি পেত্রাতোসের গাড়িতে ধাক্কাধাক্কি করার অভিযোগও উঠেছিল সমর্থকদের বিরুদ্ধে। আইএফএ শিল্ডে আগের ম্যাচেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। শনিবারের জয় সমর্থকদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমন করতে পারে।
8/10
৩২ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। তবে জেসন কামিংস বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন। ম্যাচে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় মোহনবাগানের।
9/10
৩৬ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ এগিয়ে দেন হামিদ আহদাদ। ৪৩ মিনিটে ২-০ করে দিতে পারতেন আহদাদ। তাঁর জোরাল শট ক্রসবারে লেগে ফেরে। বিরতির ঠিক আগে মোহনবাগানকে সমতায় ফেরান আপুইয়া।
10/10
অতিরিক্ত সময়ে দুই দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে একটা সময়ে ফল ৩-৩ ছিল। চতুর্থ শট নিতে আসেন জয় গুপ্তা। তাঁর শট ডানদিকে ঝাঁপিয়ে বাঁচান বিশাল কায়েথ। শেষ পর্যন্ত ৫-৪ (১-১) ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় মোহনবাগান। ছবি - আইএফএ ও পিটিআই
Published at : 19 Oct 2025 12:15 AM (IST)