ISL: এবারের আইএসএলে পারফরম্য়ান্সের বিচারে সেরা পাঁচ বিদেশির তালিকায় কে কে রয়েছেন?
ISL 2023: এর আগেও ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে বহু তারকা বিদেশি ফুটবলারকে খেলতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হেল্ডার পোস্টিগা, রবার্তাে কার্লোস,
আইএসএলের বিদেশি ফুটবলার
1/9
মুম্বই ইন্ডিয়ান্সের ৩৪ বছরের মিডফিল্ডার আহমেদ জাহওউ রয়েছন এই তালিকায়। ১৯ ম্য়াচে ৫ গোল করেছেন তিনি।
2/9
জাহওউ এই মরসুমে মোট ৪৩টি ট্যাকেল করেছেন। এই মরসুমে আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন আহমেদ জাহওউ।
3/9
কার্লোস দেলগাডো এই মরসুমের সেরা ডিফেন্ডার। ১৮৭৯ মিনিট তিনি খেলেছেন ওড়িশা এফসির হয়ে।
4/9
২১ ম্যাচ মোট ৮৭৪ টি পাস কমপ্লিট করেছেন দেলগাডো। ১০৯৩টি টাচ করেছিলেন।এটিকে
5/9
এটিকে মোহনবাগানের জার্সিতে দিমিত্রি পেত্রাতোস রয়েছেন এই তালিকায়।
6/9
মোট ২০টি ম্যাচ খেলে এটিকে মোহনবাগান ১০টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন পেত্রাতোস।
7/9
৩১ বছরের ব্রাজিলীয় ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও দুর্দান্ত পারফর্ম করেছেন চলতি আইএসএলে।
8/9
দিয়েগো মৌরিসিও চলতি মরসুমে ২১টি ম্য়াচ খেলে ১২টি গোল করেছেন ও ৪টি অ্য়াসিস্ট করেছেন।
9/9
এডুয়ার্ডো বেদিয়া পেলেইজ এবারের মরসুমে মোট ৬টি গোল করেছেন। তিনি এবারের মরসুমে সেরা স্প্য়ানিশ ফুটবলার।
Published at : 07 Mar 2023 02:55 PM (IST)