Lionel Messi Record: রোনাল্ডোকে টেক্কা গোলের নিরিখে, এই তালিকায় সবার ওপরে এখন মেসিই

Football Record: রোনাল্ডো তাঁর কেরিয়ারে পেনাল্টি ছাড়া মোট ৭৬৩টি গোল করেছেন। পেনাল্টি দিয়ে গোলের নিরিখে অবশ্য সি আর সেভেন অনেক এগিয়ে।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

1/8
নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। টেক্কা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
2/8
মেসির ইন্টার মিয়ামি খেলতে নেমেছিল নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। ম্যাচে ২ গোল করেছিলেন মেসি। দল ৫-১ এ জয় ছিনিয়ে নিয়েছিল।
3/8
ক্রিশ্চিয়ানো রােনাল্ডোকে পেনাল্টি ছাড়া গোলের নিরিখে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন আর্জেন্তাইন সুপারস্টার।
4/8
রোনাল্ডো তাঁর কেরিয়ারে পেনাল্টি ছাড়া মোট ৭৬৩টি গোল করেছেন। পেনাল্টি দিয়ে গোলের নিরিখে অবশ্য সি আর সেভেন অনেক এগিয়ে।
5/8
মেসি পেনাল্টি ছাড়া ৭৬৪ গোল করে ফেললেন। তিনিই এখন তালিকায় সবার আগে রয়েছেন।
6/8
ম্য়াচে ৭৫ মিনিটের মাথায় মেসি যে গোলটি করেন, সেই গোলেই রোনাল্ডোকে টেক্কা দিয়ে এগিয়ে যান তিনি।
7/8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার। তাঁর ঝুলিতে একটি ইউরো কাপ ও নেশন্স লিগ রয়েছে।
8/8
লিওনেল মেসিও বর্তমান প্রজন্মের সেরা প্লেয়ার। বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। জিতেছেন কোপা আমেরিকাও।
Sponsored Links by Taboola