G.O.A.T India Tour: ঈশ্বরের আরতি থেকে বাঘ-সিংহের সঙ্গে ছবি, জামনগরে হেসেখেলে সময় কাটালেন মেসিরা
Lionel Messi: সোমবারই ভারত ছাড়ার কথা থাকলেও আম্বানীদের আমন্ত্রণে নিজের সূচিতে বদল ঘটান লিওনেল মেসিরা।
Continues below advertisement
বনতারায় মেসি, সুয়ারজে, দি পল
Continues below advertisement
1/10
সোমবারই তাঁর নয়াদিল্লি থেকে ফিরে যাওয়ার কথা ছিল। তবে হঠাৎই আম্বানিদের আমন্ত্রণে সূচিতে বদল।
2/10
মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করে সোমবার রাতে দিল্লি থেকে জামনগরে যান মেসি।
3/10
সেখানে হয় গণেশ পুজোর বিশেষ অনুষ্ঠান। মেসি, সুয়ারেজদের নিজের হাতে আরতি করতে দেখা যায়।
4/10
মাথা নত করে ভক্তিভরে ঈশ্বরের সামনে প্রণামও সারেন বিশ্বচ্যাম্পিয়ন।
5/10
image 2
Continues below advertisement
6/10
অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট মেসিদের স্বাগত জানান। দেন বিশেষ উপহার।
7/10
কাচের দেওয়ালের ওপারে থাকা বিশালাকার বাঘ-সিংহের সঙ্গে বেশ মজা করে ছবিও তুলতে দেখা যায় মেসি, সুয়ারেজ, দি পলদের।
8/10
তাছাড়া তা পায়ে ফুটবলের হালকা কারসাজি তো ছিলই।
9/10
অনন্ত অম্বানীকে জড়িয়ে ধরে ছবি তোলেন লিওনেল মেসি।
10/10
এরপরেই ভারত সফর শেষ করে মঙ্গলবার বার্সেলোনা ফিরে যান 'এলএম১০'। শেষ হয় তাঁর ভারত সফর।
Published at : 17 Dec 2025 09:08 PM (IST)