Mohun Bagan SG Vs Punjab FC: ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রদীপ হয়ে জ্বলে রইল মোহনবাগান
গতবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার সবুজ-মেরুন শিবির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজামশেদপুরে শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে যখন পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan SG vs Punjab FC), অনেকেই অশনি সংকেত দেখেছিলেন।
কিক অফের পর ১৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় পাঞ্জাব। লুকা মাজসেনের পাস ধরে আক্রমণে যান বিনীত রাই।
তাঁকে বক্সের মধ্যে ফাউল করেন মোহনবাগান ডিফেন্ডার অ্যালবার্তো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাজসেন। মোহনবাগান পিছিয়ে পড়ে।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। ৬৩ মিনিটে ম্য়াচে সমতা ফেরায় পাঞ্জাব। গোল করেন ভিদাল।
৭১ মিনিটে ফের গোল ভিদালের। পাঞ্জাব এগিয়ে যায় ৩-২ গোলে।
৭৯ মিনিটে ফের মোহনবাগান সমতায় ফেরে। গোল করেন জেসন কামিংস।
৯০ মিনিটের মধ্যে ম্যাচের ফয়সালা না হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। সাডেন ডেথে ৬-৫ গোলে জেতে মোহনবাগান।
সেমিফাইনালে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রদীপ হিসাবে টিকে রইল গতবারের চ্যাম্পিয়নরাই। ছবি - ডুরান্ড কাপের এক্স হ্যান্ডল থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -