ISL 2023-24: খেতাব জিতল মুম্বই, লিগ শিল্ড মোহনবাগানের, আইএসএলের গোল্ডেন বুট, গোল্ডেন বল গেল কাদের দখলে?
তিন সপ্তাহ আগে যে শহরে হেরে লিগ শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই শহরে, সেই মাঠেই একই দলকে হারিয়ে আইএসএল জেতে মুম্বই সিটি এফসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছে হারলেও, এবারের লিগ শিল্ড রেকর্ড গড়ে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
লিগপর্বে ১৫টি জয়সমেত কোনও দলের সর্বকালের সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে শিল্ড জেতে সবুজ মেরুন বাহিনী।
দল হারলেও, মরশুমের সেরা ফুটবলার হিসাবে গোল্ডেন বল আসে দিমিত্রি পেত্রাতোসের দখলে। তিনি ১০টি গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্টও দেন।
৩১ বছর বয়সি গ্রীক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ১৩টি গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট নিজের নামে করেন।
২২ ম্যাচে ৪২টি সেভ, নয়টি ক্লিনশিট এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মুম্বইয়ের পূর্বা লাচেংপা এবারের গ্লোডেন গ্লাভজয়ী।
মুম্বই সিটি এফসিরই ছয় নম্বর জার্সিধারী বিক্রম প্রতাপ সিংহ এ মরশুমে সকলের নজর কেড়েছেন। ২২ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড আটটি গোল গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট দিয়েছেন এবার।
জামশেদপুরের মাঠ এবারের সেরা ফুটবল পিচের পুরস্কার জিতেছে।
পরবর্তী প্রজন্মের তারকাদের তুলের আনার সম্মানিত হয়েছে বেঙ্গালুরু এফসি। জিতেছে সেরা এলিট ইয়ুথ প্রোগাম পুরস্কার।
আর একদম কচিকাচাদের তুলে আনার তাদের প্রচেষ্টার জন্য সেরা গ্রাসরুট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এফসি গোয়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -