Fifa World Cup: স্যুইৎজারল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চিন্তা বাড়ালেন অসুস্থ পাকুয়েতা
আজ কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ স্যুইৎজারল্যান্ড। এই ম্যাচ জিতলেই নক আউটে চলে যাবে তিতের দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্যাচেও নজরে থাকবেন রিচার্লিসন। গত ম্যাচে একাই জোড়া গোল করে ম্যাচ জিতিয়েছিলেন এই তরুণ তারকা।
এটি হল আল আরবি স্পোর্টস ক্লাব। এই ক্লাবের মাঠেই বিশ্বকাপের প্রস্তুতি সারছেন নেমার বাহিনীয।
প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় মনোবল বাড়িয়ে দিয়েছে সাম্বা বাহিনীর। কিন্তু নেমারের চোট কিছুটা ধাক্কা দিয়েছে শিবিরে।
আগের ম্যাচেই চোট পেয়েছেন তিনি। সূত্রের খবর, গ্রুপ লিগে আর হয়ত নেমারকে দেখা যাবে না। সেক্ষেত্রে নক আউটে দল গেলে সেখানে খেলত
তবে শুধু নেমার নয়। এই ম্যাচে ড্যানিলোকেও পাবে না ব্রাজিল। এমনকী অসুস্থতার জন্য ম্যাচে অনিশ্চিত পাকুয়েতাও।
দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হলেও এত চোট আঘাত সমস্য়া কিছুটা চাপ বাড়াবে ক্যাসেমিরোদের।
যদিও তা নিয়ে বেশি ভাবতে নারাজ তিতের দল। পাকুয়েতা না খেললে ভিনিশিয়াস, রিচার্লিসনদের সঙ্গে তিতে খেলাতে পারেন রিয়াল মাদ্রিদের রডিরিগোকে।
এই মুহূর্তে গ্রুপ জি-তে শীর্ষে রয়েছে ব্রাজিল। আজকের ম্যাচ জিতলে পরপর ২ ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -