R G Kar Protest: রং-তুলির টান, নাচে, গানে বেলঘরিয়ায় প্রতিবাদে মুখর ইস্ট-মোহন-মহামেডান সমর্থকেরা
২৯ দিন পার, এখনও বিচার হয়নি। ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আর জি কর কাণ্ডের রায়ঘোষণা করবে বলে জানিয়েছে। তবে তাতে প্রতিবাদের ঝাঁঝ কিন্তু এতটুকুও কমছে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু রবিবাসরীয় এক বিকেল ঘুচিয়ে দিয়েছিল সমস্ত বিভেদ।
শনিবার ফের একবার তিন প্রধানের সমর্থকরা একজোটে প্রতিবাদে নামল। রথতলা মোড়ে আর জি কর কাণ্ডের বিচারের দাবি চেয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং মিলেমিশে একাকার।
মামলার রায়ঘোষণার আগেই রাতদখল এবং ভোরদখলের ডাক দেওয়া হয়েছে। দিকে দিকে আর জি করে নির্যাতিতার দাবিতে গর্জে উঠছে জনগণ। কলকাতা ময়দানও তার থেকে বিরত নয়।
১৮ অগাস্ট ডার্বি বাতিল করলেও, তিন প্রধানের সমর্থকেরা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বাইপাসে একজোটে প্রতিবাদে মুখর হন।
সেই দিনের পরেও ডুরান্ডের বিভিন্ন ম্যাচে গ্যালারি থেকে টিফো হোক বা মাঠে গোল করার পর ফুটবলারদের সেলিব্রেশন, বারংবার আর জি কর কাণ্ডের জোরাল দাবি জানানো হয়েছে। সেই ঝাঁঝ অব্যাহত।
তবে শুধুই যে ক্রীড়াসমর্থকরা ছিলেন এমনটা নয়, বিভিন্ন মহলের একাধিক কলাকুশলীরা এই জমায়েতে সামিল হয়েছিলেন।
ছবি এঁকে, গান গেয়ে, নাচ করে, যার যেভাবে সম্ভব, তেমনভাবেই বিচারের দাবি জানানো হয়েছে। জোরাল ধ্বনি উঠেছে, 'জাস্টিস ফর আর জি কর।'
এই প্রতিবাদে উপস্থিত ছিলেন চিকিৎসক নারায়ণ মুখোপাধ্যায়, 'আজ একমাস হতে চলল তাও ঘটনার বিচার হল না। সিবিআই, কলকাতা পুলিশ কেউই তো তেমন কিছু বলছে না, সবাই চুপ। কে দুর্নীতির সঙ্গে জড়িত, তা আমরা জানতে চাই না। আমাদের একটাই দাবি বিচার চাই। খুনিদের শাস্তি চাই। আর যতদিন না সুবিচার পাচ্ছি, ততদিন প্রতিবাদ চলব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -