Kylian Mbappe: এমবাপের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠার পরে কি রিয়াল মাদ্রিদের দল থেকে বাদ পড়বেন তারকা?
সদ্যই কিলিয়ান এমবাপেকে নিয়ে সুইডেনের এক সাংবাদপত্রে এক রিপোর্ট পাবলিশ করা হয়। সেখানে এমবাপের বিরুদ্ধে ধর্ষণের মারাত্মক অভিযোগ আনা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমবাপে এই রিপোর্টকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় জানান গোটা বিষয়টাই তাঁর কাছে সন্দেহজনক। তাঁর সন্দেহ পিএসজির সঙ্গে তাঁর চুক্তির অর্থ নিয়ে মামলার শুনানির আগে ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃত এমনটা করা হচ্ছে।
এমবাপে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভুয়ো খবর। গোটা বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে, সবটা অনুমান করা যাচ্ছে। শুনানির ঠিক প্রাক্কালে এমনটা হওয়া নিছকই কাকতালীয় বিষয় যেন।'
এই বিষয়ে এমবাপের ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বসমক্ষে কোনও বক্তব্য পেশ না করলেও, এক ঘটনা সমর্থকদের মনে প্রশ্ন জাগায়।
মঙ্গলবার রিয়ালের জার্সির প্রমোশনাল ক্যাম্পেন থেকে এমবাপের ছবি বাদ দেওয়া হয়। অনেকেই এই ঘটনার সঙ্গে এমবাপের বিরুদ্ধে ওঠা অভিযোগের যোগ খুঁজে পাচ্ছেন।
তবে রিয়ালের তরফে জানানো হয় বিষয়টা আসলে এমবাপের বুট স্পনসর ঘিরে। এমবাপের বুট স্পনসর নাইকে আর রিয়ালের জার্সি স্পনসর প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস হওয়ায় এই সিদ্ধান্ত। যদিও কেউই এই যুক্তি কেউই মানতে চাননি।
এই সবের মাঝে এমবাপে কিন্তু অনুশীলনে ফিরেছেন। তাঁর বাঁ উরুর চোটও সেরেছে।
এমবাপের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর মক্কেল কোনও ভুল করেননি এবং গোটা ঘটনায় তাই তিনি নিশ্চিন্ত।
এই চোটের জেরে ফ্রান্সের হয়ে নেশনস লিগে খেলতে না পারলেও শনিবার রিয়ালের হয়ে ঘরের মাঠে সেল্টা ভিগোর বিরুদ্ধে কিন্তু এমবাপের খেলতে নামার সম্ভাবনা প্রবল। ছবি- এমবাপের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -