Sunil Chetri: সুনীলের ১০ সেরা অনুপ্ররণামূলক উক্তি, যা আপনাকেও উদ্বুদ্ধ করবে
নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারে মাঠে ও মাঠের বাইরে এক উজ্জ্বল ব্যক্তি ছিলেন সুনীল ছেত্রী। তাঁর বিভিন্ন বক্তব্য তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছে। তিনি একবার বলেছিলেন, ''ইগো ততক্ষণ পর্যন্তই ভাল, যখন তা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।''
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুনীল বলেছিলেন, ''আমি একটা দিনও এমনটা যেতে দেব না যেখানে আমি আমার একশো শতাংশ মাঠে দিতে পারব না।''
ভারতের হয়ে ১৫১ তম ম্য়াচ খেলা সুনীল বলেন, ''যখন তুমি সেরা ফর্মে থাকবে, তখন এমনও দিন আসবে যে তুমি তোমার লক্ষ্যের পথে এগিয়ে যাবে। তোমার সেরা ম্য়াচও হতে পারে তা, কিন্তু হয়ত ম্য়াচটা তুমি জিততে পারবে না।''
দেশের হয়ে ৯৪ গোল করেছেন সুনীল। তিনি বলেছিলেন, ''আমার মনে হয় না কখনও নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকি আমি। সবসময় ক্ষিদে কাজ করে আমার মধ্যে।''
কিংবদন্তি ভারতীয় ফুটবলার একবর বলেছিলেন, ''এই ফুটবল খেলার মধ্য়ে আমি যা আনন্দ পাই, তা আর কােনও কিছুর মধ্যে পাই না।''
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, ''যেদিন আমি মনে করি যে আমি খেলাটি উপভোগ করছি না এবং আমি যেভাবে চাই তাতে অবদান রাখছি, আমি আমার তুলে রাখবর দেব।''
কেরিয়ারে নিজের ক্রমতালিকায় স্থান পাওয়া নিয়ে বেশি ভাবেননি সুনীল। তিনি বলেছিলেন, ''ক্রমতালিকা দেখে একজন প্লেয়ারকে বিবেচনা করা কখনও উচিত নয়। ওটা আপেক্ষিক।''
যে কোনও কাজ থেকে দ্রুত হাল ছেড়ে দেওয়া মানুষগুলোর জন্য সুনীল বলেছিলেন, ''মানসিকভাবে শক্ত থাকতে হবে অনেক। এছাড়াও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।''
নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে সুনীল একবার বলেছিলেন, '''আমাকে যদি কেউ মনে রাখেন, তবে আমি বলব আমার পরিশ্রমের কথাটা মাথায় রাখবেন শুধু।''
তরুণ প্রজন্মের জন্য সুনীলের বার্তা ছিল, ''যদি স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করা দরকার। তবেই তার ফল পাওয়া যাবে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -