Sunil Chhetri: ১৯ বছরের সাম্রাজ্য, ঝুলিতে অজস্র পদক ও রেকর্ড, এক ঝলকে সুনীলের বর্ণময় ফুটবল কেরিয়ার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন কিংবদন্তি স্ট্রাইকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন কোয়ালিফায়ার্সে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৯ গোলের মালিক সুনীল ছেত্রী। মোট ৩১টি এএফসি কাপের ম্য়াচ খেলেছেন সুনীল।
২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯ ও ২০২১-২২ মরশুমে মোট সাতবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
সুনীল এফপিএআই ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন ২০০৯, ২০১৮, ২০১৯ মরশুমে।
দেশের জার্সিতে ১৫০ ম্য়াচে ঝুলিতে ৯৪টি গোল। সক্রিয় প্লেয়ারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর তৃতীয় স্থানে রয়েছেন সর্বাধিক গোল করার নিরিখে।
দেশের জার্সিতে সর্বাধিক ম্য়াচ খেলেছেন। সবচেয়ে বেশি গোলও তাঁর ঝুলিতে। এমনকী আন্তর্জাতিক ফুটবলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৪টি হ্যাটট্রিকও করেছেন সুনীল।
আইএসএলের মঞ্চে প্রথম প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। ২০১৫ সালে এই নজির গড়েন তারকা স্ট্রাইকার।
গত বছর সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপেও খেতাব জেতে ভারত। সুনীল ছেত্রীর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।
খেলোয়াড় জীবনে সাফল্যের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন সুনীল। এছাড়াও অর্জুন পুরস্কার জিতেছে। পেয়েছেন মেজর ধ্য়ানচাঁদ অ্যাওয়ার্ডও।
২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার দেশের জার্সিতে নামেন। ২০০৭, ২০০৯, ২০১২ নেহরু কাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ছেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -