UEFA Euro 2024: রোনাল্ডো থেকে ইয়ামাল, উয়েফা ইউরোর গ্রুপ পর্বেই রেকর্ড গড়ছেন এই তারকারা
১৬ বছর ৩৩৮ দিনে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরোর মূলপর্বে নামার রেকর্ড নিজের নামে করেন লামিন ইয়ামাল। ক্রোয়াশিয়া বনাম স্পেন ম্যাচে মাঠে নেমেই এই কৃতিত্ব গড়েন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকনিষ্ঠতম ফুটবলারের পাশাপাশি এ বারের ইউরোয় কনিষ্ঠতম কোচের নয়া রেকর্ডও তৈরি হয়েছে। এই রেকর্ডের বর্তমান মালিক জার্মানির জুলিয়ান নাগেলসম্যান। ৩৬ বছর ৩২৭ দিনে বয়সে নাগেলসম্যানের তত্ত্বাবধানে চলতি ইউরোয় স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে জার্মানি।
হাঙ্গেরির ডমিনিক সবজ়লাই ২৩ বছর ২৪৩ দিনে কনিষ্ঠতম অধিনায়ক হিসাবে কোনও দলকে ইউরোর মূলপর্বে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েন।
গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে পেনাল্টি মিস করলেও, পরে সুযোগ পেয়ে দলের হয়ে ইতালির জালে বল জড়ান লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান অধিনায়ক ৩৮ বছর ২৮৯ দিনে সবথেকে গোল করে টুর্নামেন্টে সবথেকে বেশি বয়সে গোল করার রেকর্ড নিজের নামে করেন।
পর্তুগালের ইউরোজয়ী ডিফেন্ডার পেপেকে এবারের ইউরোতেও দলের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে। তু্র্কির বিরুদ্ধে ৪১ বছর ১১৭ দিনে মাঠে নামা পেপেই ইউরোয় সর্বকালের প্রবীণতম ফুটবলার হিসাবে মেগা টুর্নামেন্টে ম্যাচ খেলার রেকর্ড গড়েন।
আরেক পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তো অপর নামই যেন রেকর্ড। তিনি এইবারের টুর্নামেন্ট মিলিয়ে মোট ছয়টি ইউরোয় খেলতে নামলেন। এতগুলি ইউরো খেলার রেকর্ড আর কোনও ফুটবলারের নেই।
তুরস্কের আর্দা গুলার ১৯ বছর ১১৪ দিনে জর্জিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ইউরো ম্যাচেই গোল করেন। বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা লস ব্লাঙ্কোস প্রাক্তনী রোনাল্ডোর রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে নিজের ইউরো অভিষেকে গোল করার কৃতিত্ব নিজের নামে করেন।
জুড বেলিংহ্যাম ২০ বছর ৩৫৩ দিনে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে একাধিক ইউরো ম্যাচ খেলার কৃতিত্ব গড়েন। বন্ধু তথা জার্মান তারকা জামাল মুসিয়ালার রেকর্ড ভাঙেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -