EURO Cup 2024: ২৪ বছর পর ইউরোর শেষ ষোলোয় রোমানিয়া, গ্রুপ ই থেকে আর কোন দুই দল গেল নক আউটে?
২০০০ সালে শেষবার ইউরো কাপের নক আউট পর্বে পৌঁছেছিল রোমানিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৪ বছর পর ফের ইউরো কাপের শেষ ষোলোয় গেল রোমানিয়া। তাও গ্রুপ ই-র শীর্ষে থেকে।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে ১-১ ড্র করল রোমানিয়া।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থেকে শেষ ষোলোয় জায়গা করে নিল রোমানিয়া।
২৪ মিনিটে ওনদ্রেজ় দুদা গোল করে স্লোভাকিয়াকে এগিয়ে দিয়েছিলেন।
৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোমানিয়ার রাজ়ভান মারিন।
গ্রুপ ই থেকে দ্বিতীয় ও তৃতীয় দল হিসাবে নক আউটে গেল বেলজিয়াম ও স্লোভাকিয়া।
৩ ম্যাচে দুই দলেরই ঝুলিতে ৪ পয়েন্ট করে। তবে গোলপার্থক্যে এগিয়ে থেকে বেলজিয়াম শেষ করল দুইয়ে। তিনে স্লোভাকিয়া।
বুধবার স্টুগরার্টে ইউক্রেন বনাম বেলজিয়াম ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।
৩ ম্যাচে ৪ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপে চার নম্বরে রইল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ছবি - UEFA Euro Cup 2024 ও FIFA Collect x
- - - - - - - - - Advertisement - - - - - - - - -