Ranvir Shorey: 'শুধু ছেলের জন্য...', কঙ্কনার সঙ্গে এখন সম্পর্ক কেমন, খোলসা করলেন রণবীর
প্রথম বার ছবির সেটে আলাপ। তার পর প্রেম, বিয়ে এবং সন্তান। কিন্তু কঙ্কনা সেন শর্মা এবং রণবীর শৌরের সেই সম্পর্ক টেকেনি। রাস্তা আলাদা হয়ে গিয়েছে দু'জনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্পর্ক, বিয়ে এবং বিচ্ছেদ, কোনও কিছু নিয়েই এতদিন মুখ খোলেননি তাঁরা। তবে 'বিগ বস' রিয়্যালিটি শোয়ে গিয়ে এবার কঙ্কনার সঙ্গে সমীকরণ নিয়ে মুখ খুললেন রণবীর।
সহ প্রতিযোগীর প্রশ্নের উত্তরে রণবীর জানান, প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। তবে এই যোগাযোগ শুধুমাত্র ছেলের জন্যই। ছেলের জন্য যতটুকু যোগাযোগ প্রয়োজন, ততটুকুই।
রণবীর জানিয়েছেন, বাড়িতে তিনি একাই থাকেন। অর্ধেক সময়ের জন্য তিনি ছেলেকে পান, অর্ধেক সময় কঙ্কনা।
তবে একা থাকলেও, জীবনে নতুন সম্পর্কে জড়ানোর অভীপ্সা নেই বলে স্পষ্ট জানান রণবীর। তিনি জানান, আপাতত কাজের মধ্যেই থাকতে চান তিনি। কোনও সম্পর্কে জড়াতে চান না।
২০০৭ সালে সম্পর্কে জড়ান কঙ্কনা এবং রণবীর। রজত কপূরের ছবি 'মিক্সড ডাবলস'-এ অভিনয়ের সময় আলাপ। পরে আরও একটি ছবিতে কাজ। ঘনিষ্ঠতা বাড়ে ধীরে ধীরে।
তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও, প্রকাশ্যে সেই নিয়ে কোনও মন্তব্য করেননি কঙ্কনা এবং রণবীর। যদিও প্রায়শই একসঙ্গে দেখা যেত তাঁদের। একেবারে বাগদান সেরে সকলকে জানান।
২০১০ সালে কঙ্কনা এবং রণবীর সাতপাকে বাঁধা পড়েন। সেই অনুষ্ঠানও ছিল ছিমছাম। পরিবারের লোকজনকে সাক্ষী রেখে, লোকচক্ষুর আড়ালে বিয়ে সারেন।
২০১১ সালে কঙ্কনা এবং রণবীরের ছেলে হারুনের জন্ম। কিন্তু যত সময় এগোয়, তাঁদের সম্পর্কের সুতো আলগা হয়ে যায়।
একটি সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গল মাদার বলে উল্লেখ করেন কঙ্কনা। শেষ পর্যন্ত ২০১৫ সালে বিচ্ছেদের খবর স্বীকার করেন। বিচ্ছেদের জন্য নিজেকেই দোষারোপ করেন রণবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -