Mamata On Santosh Trophy: 'অবিশ্বাস্য জয়', বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতেই উচ্ছ্বাসে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা
সন্তোষ ট্রফিতে দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। ফাইনালে কেরলকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘ ৮ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। সব মিলিয়ে রেকর্ড ৩৩তম খেতাব।
হায়দরাবাদে বাংলা চ্যাম্পিয়ন হতেই আরও রঙিন হল আম বাঙালির বর্ষবরণের রাত। শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসলেন বাংলার কোচ ও ফুটবলাররা।
বাংলার সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন তিনি।
মমতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '৮ বছরের অপেক্ষার পর সন্তোষ ট্রফি ফিরিয়েছে বাংলা। ৩৩তম খেতাব জিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।'
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'অবিশ্বাস্য জয়। রবি হাঁসদার দুরন্ত গোলে যা নিশ্চিত হয়ে যায়। ১৩ গোল করে সোনার বুট জিতে নিয়েছেন রবি।'
প্রসঙ্গত, সন্তোষ ট্রফির ইতিহাসে আজ পর্যন্ত কোনও ফুটবলার এক মরশুমে ১৩ গোল করেননি। ভারতীয় ফুটবলের কিংবদন্তি মহম্মদ হাবিবের রেকর্ড ভেঙে দিয়েছেন রবি।
মহম্মদ হাবিব সন্তোষ ট্রফিতে ১১ গোল করেছিলেন। তবে রবিই এখন তালিকার শীর্ষে।
মুখ্যমন্ত্রী মমতা বাংলা দলের কোচ সঞ্জয় সেন ও অধিনায়ক চাকু মান্ডিকেও অভিনন্দন জানিয়ছেন। জানিয়েছেন, ভারতীয় ফুটবলের মধ্যমণি হিসাবে থেকে যাবে বাংলা।
বুধবার রাতে কলকাতায় ফিরছে বিজয়ী বাংলা দল। ফুটবলার ও কোচিং স্টাফদের বরণ করার জন্য জমকালো ব্যবস্থা করা হচ্ছে। ছবি - আইএফএ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -