Virender Sehwag: বীরেন্দ্র সহবাগের সেরা ১০ টেস্ট ইনিংস
টেস্ট ক্রিকেট ওপেনারের ব্যাটিংয়ের ব্যাকরণটাই বদলে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সহবাগ। এখন দেখে নেওয়া যাক, তাঁর সেরা ১০ টি টেস্ট ইনিংস। ২০০১-এ ব্লুমফেন্টনে অভিষেক ম্যাচে ১০৫- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৩ বলে ১০৫ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। ৬৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বেঁধে ইনিংস সামলেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০২-এ ট্রেন্ট ব্রিজে ১০৬ রান- ওপেনার হিসেবে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান এসেছিল সহবাগের ব্যাট থেকে।
২০০৩-এ মেলবোর্নে ১৯৫ রান-বক্সি ডে-তে ২৪ চার ও ছয় ওভারবাউন্ডারি দিয়ে সাজানো ছিল এই ইনিংস।
২০০৪-এ মুলতানে ৩০৯- প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ত্রিশতরান করেছিলেন সহবাগ। তাঁর ওই ইনিংসে ভর করে প্রথম টেস্টে ভারত জিতেছিল।
২০০৫-এ ব্যাঙ্গালোরে ২০১- পাকিস্তানের বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন তিনি। ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে দ্রুততম ৩০০০ রান পূর্ণ করেছিলেন সহবাগ।
২০০৮-এ অ্যাডিলেডে ১৫১ রান- ২০০৭-০৮ এর অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ইনিংসে স্বভাববিরুদ্ধ এই ইনিংস খেলে দলের পরাজয় রুখে দিয়েছিলেন তিনি।
২০০৮-এ চেন্নাইতে ৩১৯- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ২৭৮ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সহবাগ। ডন ব্র্যাডম্যান ও ব্রায়ান লারার সঙ্গে টেস্টে তিনটি ট্রিপল সেঞ্চুরির মালিক হয়েছিলেন তিনি।
২০০৮-এ গলে অপরাজিত ২০১- তাঁর অপরাজিত এই ইনিংসে ভর করে ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত।
২০০৯-এ মুম্বইয়ে ২৯৩- এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছিলেন সহবাগ।
২০১০-এ কলকাতায় ১৬৫-১৭৪ বলে সহবাগের ১৬৫ রানের ইনিংস ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছিল।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -