French Open 2022: জকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদাল

ফরাসি ওপেনে সেমিতে নাদাল, হার জকোভিচের (ট্যুইটার)

1/10
ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দেন বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচকে।
2/10
চার সেটের লড়াইয়ে শেষ হাসি হাসেন রাফা। ২৫২ মিনিটের কঠিন লড়াই হয় ২ কিংবদন্তীর মধ্যে।
3/10
বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ফরাসি ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। কিন্তু শেষ আটেই দৌড় শেষ হল তাঁর।
4/10
নোভাক জকোভিচের বিরুদ্ধে চার সেটের লড়াই নাদাল জয় পেলেন ৬-২,৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে।
5/10
প্যারিসের লাল সুরকির কোর্ট বরাবরই পয়া নাদালের কাছে। ১৩ বার এখানে গ্র্যান্ডস্লাম জিতেছেন। এবার আরও একবার এখানে ট্রফি জয়ের সুযোগ।
6/10
ম্যাচের আগে দ্বিতীয় বাছাই ছিলেন নাদাল। শীর্ষ বাছাই ছিলেন জোকার। কিন্তু এখন স্প্যানিশ তারকাই শীর্ষবাছাই।
7/10
প্রথম সেট হেরে গিয়ে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন জোকার। কিন্তু এরপর বাকি ২ সেটে আর প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি নাদাল।
8/10
চতুর্থ সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফিরে আসেন নাদাল। সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৭-৪ ব্যবধানে জয়।
9/10
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি করোনার টিকা না নেওয়ার জন্য। এবার ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন সার্বিয়না টেনিস তারকা জকোভিচ।
10/10
জকোভিচকে ছিটকে সেমিতে নাদাল। শেষ চারে তাঁর প্রতিপক্ষ আলেকজান্ডার জেভেরেভ।
Sponsored Links by Taboola