Most Ducks in Cricket: সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে? প্রথম দশে ভারতের একজনই
কেরিয়ারে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার অস্বস্তিকর রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৪৯৫টি আন্তর্জাতিক ম্যাচে ৫৯ ইনিংসে কোনও রান না করে আউট হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দু'নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। ৫৪ ইনিংসে কোনও রান করার আগেই আউট হয়েছেন ক্যারিবিয়ান পেসার।
বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হতো মাতারা ড্য়াশার। শ্রীলঙ্কার বিধ্বংসী ওপেনার সনৎ জয়সূর্য সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৫৮৬ ম্যাচে ৫৩ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন।
বল হাতে বিপক্ষ ব্যাটারদের ত্রাস ছিলেন। ব্যাট হাতে কিন্তু বেশ লজ্জার রেকর্ড রয়েছে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ৪৯ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
৪৮ বার কোনও রান না করে আউট হয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ইংরেজ পেসার।
ব্যাট হাতে অনবদ্য সমস্ত রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে অবশ্য কেরিয়ারে ৪৭ বার শূন্য রানে ফিরেওছেন।
৪৬ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরিকে। তালিকায় সাত নম্বরে তিনি।
৪৫ ইনিংসে কোনও রান না করে আউট হয়েছেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের কিংবদন্তি পেসার তালিকার আট নম্বরে রয়েছেন।
কেরিয়ারে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন একমাত্র জাহির খান। মোট ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন মুম্বইয়ের পেসার।
৩৩৯ আন্তর্জাতিক ম্যাচে জাহির খানের মতোই ৪৪ বার কোনও রান না করে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। তালিকায় দশে রয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -