Most Ducks in Cricket: সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে? প্রথম দশে ভারতের একজনই
মুরলীধরন-ওয়ালশ-জয়সূর্য
1/10
কেরিয়ারে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার অস্বস্তিকর রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৪৯৫টি আন্তর্জাতিক ম্যাচে ৫৯ ইনিংসে কোনও রান না করে আউট হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার।
2/10
তালিকায় দু'নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। ৫৪ ইনিংসে কোনও রান করার আগেই আউট হয়েছেন ক্যারিবিয়ান পেসার।
3/10
বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হতো মাতারা ড্য়াশার। শ্রীলঙ্কার বিধ্বংসী ওপেনার সনৎ জয়সূর্য সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৫৮৬ ম্যাচে ৫৩ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন।
4/10
বল হাতে বিপক্ষ ব্যাটারদের ত্রাস ছিলেন। ব্যাট হাতে কিন্তু বেশ লজ্জার রেকর্ড রয়েছে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ৪৯ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
5/10
৪৮ বার কোনও রান না করে আউট হয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ইংরেজ পেসার।
6/10
ব্যাট হাতে অনবদ্য সমস্ত রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে অবশ্য কেরিয়ারে ৪৭ বার শূন্য রানে ফিরেওছেন।
7/10
৪৬ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরিকে। তালিকায় সাত নম্বরে তিনি।
8/10
৪৫ ইনিংসে কোনও রান না করে আউট হয়েছেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের কিংবদন্তি পেসার তালিকার আট নম্বরে রয়েছেন।
9/10
কেরিয়ারে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন একমাত্র জাহির খান। মোট ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন মুম্বইয়ের পেসার।
10/10
৩৩৯ আন্তর্জাতিক ম্যাচে জাহির খানের মতোই ৪৪ বার কোনও রান না করে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। তালিকায় দশে রয়েছেন তিনি।
Published at : 06 Jan 2022 06:55 AM (IST)