IPL 2023: আইপিএলে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর তালিকায় প্রথম পাঁচে কে কে রয়েছেন?
তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা প্যাট কামিন্স। তিনি ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কেকেআরকে জিতিয়েছিলেন কামিন্স। নিজের ইনিংসে ৬টি ওভার বাউন্ডারি ও ৪টে বাউন্ডারি হাঁকান তিনি
কে এল রাহুলও ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ১৬ বলে ৫১ রান করেন রাহুল।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকান ডানহাতি এই ব্যাটার।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান। ১৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।
সেই ম্য়াচে ২২ বলে অপরাজিত ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ইউসুফ। প্লে অফে ওঠার ক্ষেত্রে ইউসুফের এই ইনিংস অনেক সাহায্য করেছিল কেকেআরকে।
কেকেআরের বিস্ময় স্পিনার সুনীল নারাইন রয়েছেন তালিকায়। ২০১৭ সালে আরসিবির বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন।
নারাইন তাঁর ইনিংসে সেদিন ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।
তালিকায় শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল। কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করেন তিনি।
৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -