Ganesh Chaturthi 2023: গণেশ আরাধনায় ভারতীয় সাজে ক্রিকেট মাঠের তারকারা, কারা কাড়লেন নজর?
গণেশ চতুর্থীতে ভারতীয় সাজে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিরাটের পরনে আইভরি পাঞ্জাবি, অনুষ্কা পরেছিলেন কাঞ্জিভরম শাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুকেশ আম্বানির বাড়ির পুজোয় আমন্ত্রিত ছিলেন হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য ও ঈশান কিষাণ।
গণেশ বন্দনায় বিশেষ সাজে কে এল রাহুল ও আথিয়া শেট্টি।
লাল শাড়িতে মোহময়ী লাগছিল আথিয়াকে। রাহুল পরেছিলেন পাজামা-পাঞ্জাবি।
নিজের বাড়িতে গণেশ আরাধনা করলেন সচিন তেন্ডুলকর। নিজে হাতে করলেন আরতি।
মুকেশ আম্বানিদের বাড়িতে ভারতীয় পোশাকে দেখা গেল হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যকে।
হলুদ শেডের পাঞ্জাবি পরেছিলেন হার্দিক। সঙ্গে সুতোর কাজ করা নকশা।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরেছেন হার্দিক। আপাতত ছুটির মেজাজে রয়েছেন।
চোটের জন্য এশিয়া কাপের শেষ দিকে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে মুকেশ আম্বানিদের বাড়ির পুজোয় খোশমেজাজে দেখা গেল শ্রেয়সকে। পরেছিলেন হলুদ শেডের পাঞ্জাবি ও পাজামা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -