Sourav Ganguly Birthday Exclusive: লন্ডনে প্রি বার্থ ডে পার্টিতে সানাকে কেক খাইয়ে দিলেন সৌরভ, হাজির সস্ত্রীক সচিনও
কাল, শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই আয়োজিত হয়েছিল প্রি বার্থ ডে সেলিব্রেশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলন্ডনে আয়োজিত পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত সচিন-সৌরভ জুটিকে। যাঁরা দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। জিতিয়েছেন প্রচুর ম্যাচ।
এক সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হতো সচিন-সৌরভকে। এদিন দুজনকে দেখা গেল খোশমেজাজে। সৌরভের প্রি বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও।
এক ফ্রেমে ধরা দিলেন সচিন, অঞ্জলি, সৌরভ ও ডোনা। যে ছবি দেখলে বাঁধিয়ে রাখতে চাইবেন ভক্তরা। লন্ডন থেকে ডোনার কথায়, 'আজীবনের সঙ্গী আমরা চারজন। কত যে স্মরণীয় মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি।'
সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে কেক কাটাও হল। আর সৌরভ সবার আগে সেই কেক খাইয়ে দিলেন কন্যা সানাকে। যিনি উচ্চশিক্ষার জন্য এখন লন্ডনেই আছেন।
সৌরভের বাল্যবন্ধুদের অনেকেই লন্ডনে মহারাজের ৫০ উদযাপন করতে হাজির হয়ে গিয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই গিয়েছেন কলকাতা থেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৌরভের লন্ডনের বন্ধুবান্ধব ও তাঁদের পরিবার। সঙ্গে ছিলেন কিছু আত্মীয়স্বজনও।
ভারতীয় ক্রিকেট দলও এখন রয়েছে ইংল্যান্ডে। টেস্ট ম্যাচের পর বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে বোর্ড কর্তারাও রয়েছেন লন্ডনে। সকলেই সৌরভের প্রি বার্থ ডে সেলিব্রেশেনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমল, সহ সভাপতি রাজীব শুক্ল-সব বোর্ডের সমস্ত শীর্ষকর্তারাই সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন।
সৌরভ পরেছিলেন লাল ফুল শার্ট ও কালো ট্রাউজার্স। লন্ডনে এখনও হাল্কা ঠাণ্ডা রয়েছে। তাই সৌরভ পরেছিলেন কালো রংয়ের হাফ সোয়েটার।
প্রি বার্থ ডে পার্টির মেন্যুতে ছিল নানারকমের কেক, পেস্ট্রি। সঙ্গে ভারতীয় ও কন্টিনেন্টাল ডিশ। বিভিন্ন রকমের স্যালাড।
ভারতীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে শুক্রবার অর্থাৎ ৮ জুলাই পড়লেই বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে সৌরভের বন্ধু ও আত্মীয়-পরিজনদের। তথ্য - সন্দীপ সরকার, ছবি সৌজন্য - ডোনা গঙ্গোপাধ্যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -