Gautam Gambhir: কোহলির নামই নিলেন না, মেজাজ হারানোর কারণ জানালেন গম্ভীর
এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মাঠ ছেড়ে বেরনোর সময় অশালীন ইঙ্গিত করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ক্লিপিংস। বলাবলি শুরু হয়ে যায়, গ্যালারি থেকে তাঁকে দেখে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির নামে জয়ধ্বনি দেওয়াতেই মেজাজ হারান গম্ভীর। দর্শকদের উদ্দেশে তিনি মধ্যমা দেখিয়েছেন বলেও অভিযোগ ওঠে।
যদিও গম্ভীর এবার আত্মপক্ষ সমর্থন করলেন। জানালেন, ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল বলেই মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি।
কোহলি-ধোনির নামে জয়ধ্বনির প্রসঙ্গই তোলেননি বিজেপির সাংসদ।
গম্ভীর জানিয়েছেন, গ্যালারি থেকে কিছু পাক সমর্থক কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। সেই কারণেই তিনি জবাব দেন।
গম্ভীর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে যা খুশি দেখাতে পারে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। আমার দেশের নামে কেউ অবমাননাকর কিছু বললে মেনে নেব না।’
সমর্থকদের দিকে মধ্যমা উঁচিয়ে অশালীন ইঙ্গিত করে কার্যত সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়ের মুখে পড়েছেন গৌতম গম্ভীর (Goutam Gambhir)।
এশিয়া কাপে (Asia Cup) নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচের মাঝে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেওয়া গৌতম গম্ভীরকে দেখে কয়েকজন সমর্থক ইচ্ছাকৃতভাবে কোহলির জয়ধ্বনি দিতে থাকেন।
যে আওয়াজ শুনে পিছন ঘুরে দাঁড়িয়ে যান গম্ভীর। সঙ্গে সঙ্গে সেই স্লোগানের রেশ আরও বাড়তে শুরু করে। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে সেই সমর্থকদের উদ্দেশে মধ্যমা দেখিয়ে অশালীন ইঙ্গিত করে ভিতরে ঢুকে যান গোতি। কয়েক সেকেন্ডের যে ভিডিও সোশাল মিডিয়ায় সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
যদিও এই ঘটনার নেপথ্যে কোহলি বা ধোনির কোনও প্রসঙ্গ নেই বলেই জানিয়েছেন গৌতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -