CWG 2022: পদোন্নতি হতে চলেছে পদকজয়ীদের, জানিয়ে দিলেন সেনাপ্রধান
কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন। সেনাবাহিনীতে কর্মরত পদকজয়ীদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার নয়াদিল্লিতে সেবাহিনীতে কর্মরত পদকজয়ীদের হাতে স্মারক ও নগদ পুরস্কারমূল্য তুলে দেন সেনাপ্রধান।
সেনাবাহিনীতে খেলাধুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্পোর্টস কোটায় প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের চাকরির বন্দোবস্তও করা হয়।
২০১১ সালে সেনাবাহিনী 'মিশন অলিম্পিক্স প্রোগ্রাম' প্রকল্প চালু করেছিল। যে প্রকল্পের অধীনে সেনাবাহিনীর সমস্ত প্রতিভাবান খেলোয়াড়দের আধুনিক পরিকাঠামোয় বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করা হয়।
এবারের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ১৮ জন ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি।
সেনাবাহিনীর প্রতিনিধিদের হাত ধরে কমনওয়েলথ গেমস থেকে চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ মোট ৮টি পদক এসেছে ভারতের ভাঁড়ারে।
সোনা জিতেছেন ভারোত্তোলক নায়েব সুবেদার জেরেমি লালরিন্নুগা, ভারোত্তোলক হাবিলদার অচিন্ত্য শিউলি, বক্সার সুবেদার অমিত পাংহাল এবং কুস্তিগীর সুবেদার দীপক পুনিয়া। রুপো জিতেছেন অ্যাথলিট সুবেদার অবিনাশ সাবলে। ব্রোঞ্জ জিতেছেন হাবিলদার দীপক নেহরা, সুবেদার বক্সার মহম্মদ হুসামুদ্দিন ও সুবেদার সন্দীপ কুমার।
প্রত্যেকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে।
সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর প্রথা মেনে সকলেরই পদোন্নতি হবে।
বুধবার নয়াদিল্লির অনুষ্ঠানে বাংলার ভারোত্তোলক অচিন্ত্য-সহ সকলকেই দেখা গিয়েছে খোশমেজাজে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -