Raksha Bandhan: কোন নিয়মে রাখি বাঁধলে দূর হবে সব সঙ্কট? রইল সেই নিয়ম
আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ে, ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট বিষয় আমরা এড়িয়ে যাই, যা কখনই করা উচিত নয়।
রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন। আপনি আপনার ভাইয়ের কব্জিতে যে রাখি বাঁধছেন তাতে কোনও অশুভ চিহ্ন থাকা উচিত নয়। এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে।
এমন রাখি বাঁধবেন না যাতে দেব-দেবীর ছবি থাকে। রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো! ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখী বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাঁদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান।
বোনেরা তাদের ভাইয়ের সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে। তাই ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না। কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, শুভ সময়ে রাখী বাঁধার অনেক গুরুত্ব রয়েছে। শ্রাবণ শুক্লা পূর্ণিমা ১১ অগস্ট সকাল ১০.৩৮ থেকে শুরু হবে এবং ১২ অগস্ট সকাল ০৭.০৫ পর্যন্ত চলবে। ১১ অগস্ট, রাখির শুভ সময় সকাল ০৯.২৮ থেকে রাত ০৯.১৪ পর্যন্ত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -