Bumrah-Sanjana Romantic Pics: ২২ গজেই সাক্ষাৎ, প্রেম থেকে পরিণয় বুমরা-সঞ্জনার আজানা গল্প
দেখা হওয়ার পরও অনেকদিন ছিল না কোনও কথা। একে অপরের সঙ্গে দূরে দূরে থাকা ২ টো মানুষ যেভাবে চলে এলেন কাছাকাছি। বুমরা-সঞ্জনার গল্পটা বেশ রোমাঞ্চকর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুমরা জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার। এখন সহ অধিনায়কও। অন্যদিকে সঞ্জনা গনেশান পেশায় একজন স্পোর্টস প্রেজেন্টার। বিভিন্ন ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে।
গত বছরের মার্চে বিয়ে করেন ২ জনে। দুজনের প্রেমের গল্পও বেশ মজার। করোনার জন্য ছোট করে পারিবারিক বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করেছিলেন তাঁরা।
বুমরা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সঞ্জনা খেলাটা এত ভাল বোঝে, যা জীবনসঙ্গী হিসেবে বুমরাকে অনেক সহজ করে তুলেছে।
প্রেমের সম্পর্ক শুরুর আগে থেকেই একে অপরকে চিনতেন ২ জনে। কিন্তু কথা বলেননি কেউই।
২০১৯ সালে বিশ্বকাপের সময় থেকে ২ জনের প্রেমের সম্পর্ক আরও শক্ত হতে থাকে। তবে তা কখনওই কেউ বুঝতে দেননি।
দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা সঞ্জনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন। সেই সময়ই তাঁরা কাছাকাছি এসেছিলেন।
দেশের মহিলা স্পোর্টস প্রেজেন্টারদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ওপরের সারিতে রয়েছেন সঞ্জনা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন ম্যাচেও মাঠে থাকেন তিনি।
২ টো মানুষ যেখানে একটা সময় একে অপরকে অহংকারী ভাবতেন, সেই ২ টো মানুষই শেষ পর্যন্ত কাছে এসেছেন। প্রেম থেকে পরিণয় সূত্রেও আবদ্ধ হয়েছেন। সত্যিই এরকম প্রেমের গল্প যে সবার থেকেই আলাদা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -