GT vs KKR: রিঙ্কুর স্বপ্নের ইনিংসে ভাঙল ধোনির রেকর্ড, গুজরাতকে ৩ উইকেটে হারাল কেকেআর
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। অসুস্থতার কারণে ম্যাচে খেলেননি হার্দিক। ম্যাচে ঋদ্ধিমান সাহাকে আউট করে নাইটদের প্রথম সাফল্য এনে দেন সুনীল নারাইন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুভমন গিল ও সাই সুদর্শন দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন। সুদর্শন দুরন্ত অর্ধশতরান করেন।
তবে শুভমনকে ৩৯ রানে আউট করেন নারাইন। গত ম্যাচের অন্যতম নায়ক সুয়াশ শর্মাও অভিনব মনোহরকে আউট করে একটি উইকেট নেন।
সুদর্শনকে ৫৩ রানে সাজঘরে ফেরান নারাইন। পরপর উইকেট হারিয়ে গুজরাতের রানের গতি কিছুটা কমেই আসে।
তবে শেষ দুই ওভারে বিজয় শঙ্কর ব্যাট হাতে ঝড় তোলেন। ২ ওভারে ৪৫ রান উঠে। ২০৪/৪ তোলে গুজরাত। ৬৩ রানে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর।
গত ম্যাচে অর্ধশতরান হাঁকানো রহমনুল্লাহ গুরবাজ ১৫ রানেই সাজঘরে ফেরেন। ২৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর।
কিন্তু তৃতীয় উইকেটে শতরান যোগ করে কেকেআরকে ম্যাচে ফেরান বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা। বেঙ্কটেশ ৮৩ ও নীতিশ ৪৫ রান করেন।
কিন্তু ১৭তম ওভারে হ্যাটট্রিক করে ম্যাচের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেন রশিদ খান। ১৫৫ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর।
এই অবস্থা থেকেই কেকেআরকে অভূতপূর্বভাবে তিন উইকেটে জয় এনে দেন রিঙ্কু সিংহ। তিনি পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান।
পাঁচ ছক্কায় নতুন ইতিহাস লিখলেন রিঙ্কু। এতদিন পর্যন্ত শেষ ওভারে ধোনিই সর্বোচ্চ ২৪ রান করে দলকে ম্যাচ জিতিয়েছিলেন। সেই রেকর্ড নিজের নামে করলেন রিঙ্কু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -