Cricket Record: ২২ গজের কিছু অনন্য রেকর্ড এই তারকাদের, যা কোনওদিনও হয়ত ভাঙা সম্ভব নয় কারও পক্ষে

Guinness World Record: ২ বারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিংহ ধোনির ২০১১ ফাইনালে ব্যবহার করা ব্য়াটটি নিলামে সর্বাধিক ৮৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।

তালিকায় বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিও রয়েছেন

1/8
ঘরোয়া ক্রিকেটে সচিন তেন্ডুলকরকে একমাত্র বোলার হিসেবে শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। মুম্বই বনাম উত্তর প্রদেশ ম্য়াচে সচিনকে শূন্য রানে আউট করেছিলেন তিনি।
2/8
২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে জস বাটলার যে জার্সি পরেছিলেন। তা ৬৫, ১০০ পাউন্ডে বিক্রি হয়েছিল। যা সবচেয়ে দাবি জার্সি এখনও পর্যন্ত।
3/8
২ বারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিংহ ধোনির ২০১১ ফাইনালে ব্যবহার করা ব্য়াটটি নিলামে সর্বাধিক ৮৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।
4/8
অ্যালিসা হিলি এখনও পর্যন্ত সবচেয়ে উঁচু ৮০ মিটার ওপর থেকে ক্য়াচ ধরেছিলেন।
5/8
ভারতের রাজা মহারাজ সিংহ সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছিলেন ৭২ বছর বয়সে।
6/8
বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে দুশো টেস্ট খেলা ও একশো সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর। এই কৃতিত্ব কেউ কেড়ে নিত হয়ত পারবেন না তাঁর থেকে।
7/8
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ১৬১.৩ কিমি/ঘণ্ট গতিতে বল করেছিলেন একটি শোয়েব আখতার। যা বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল।
8/8
২০১৫ সালে একটি ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ ঘণ্টা পাঁচ মিনিট ৫১ সেকেণ্ড ব্যাট করেছিলেন পুণের ব্যাটার ভিরাগ মারে।
Sponsored Links by Taboola