IPL 2023: প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে গুজরাত, দলের সেরা পারফর্মার কে কে?
শুভমন গিল আইপিএলে এবার অরেঞ্জ ক্য়াপ পাওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এখনও পর্যন্ত ৫৭৬ রান ঝুলিতে পুরেছেন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি আইপিএলে গিলের ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি।
মোহিত শর্মার কথা বলতেই হবে। যখনই প্রয়োজন পড়েছে এই অভিজ্ঞ মিডিয়াম পেসার এসে উইকেট তুলেছেন।
রশিদ খান এবারের আইপিএলে পার্পল ক্যাপ পাওয়ার অন্যতম দাবিদার। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।
একমাত্র বোলার হিসেবে এবারের আইপিএলে হ্যাটট্রিক করেছেন। ১৩ ম্যাচে ২৩ উইকেট রশিদের ঝুলিতে।
মহম্মদ শামিও রয়েছেন এই তালিকায়। তিনিই চলতি আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন এই মুহূর্তে। ২৩ উইকেট শামিরও ঝুলিতে রয়েছে।
জাতীয় দলের তারকা পেসারের নতুন বলে স্যুইং তাবড় তাবড় ব্যাটারদের সমস্যায় ফেলেছে চলতি আইপিএলে।
তালিকায় থাকবেন ঋদ্ধিমান সাহাও। একটি অর্ধশতরানের সাহায্যে এখও পর্যন্ত ১৩ ম্যাচে ২৭৫ রান ঝুলিতে পুরেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -