Happy Birthday Jhulan Goswami: ৩৯-এ পা ঝুলনের, এক নজরে তাঁর ফিরে দেখা বর্ণময় ক্রিকেট কেরিয়ার
ঝুলনকে তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝুলন সিলেক্ট ক্লাবের তিন সদস্যের মধ্যে অন্যতম। যাঁরা এক দিনের ক্রিকেটে ১ হাজার রান করেছেন, ১০০টি উইকেট দখল করেছেন এবং ৫০টি ক্যাচ ধরেছেন।
টেস্ট ক্রিকেটেও ঝুলনের পারফর্ম্যান্স যথেষ্টই নজরকাড়া। ১০টি টেস্ট ম্যাচে ৪০টি উইকেট পেয়েছেন তিনি।
বিশ্বকাপে ২৮টি ম্যাচে ৩৬টি উইকেট দখল করেছেন ঝুলন। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৮টি ম্যাচে ১৩টি উইকেট পেয়েছিলেন তিনি।
২০১১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর সাফল্য চমকপ্রদ। ১৮টি ম্যাচে ৩০টি উইকেট দখল করেছিলেন তিনি।
মহিলা ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট বাংলার ঝুলনের (২২৫) দখলেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের নীতু ডেভিড (১৪১)।
একদিনের আন্তর্জতিক ক্রিকেটে ২২৫টি উইকেট রয়েছে ঝুলনের ঝুলিতে। ১৮১টি ইনিংসে তাঁর গড় ২১.৪৮ এবং স্ট্রাইক রেট ৫৯.২। কৃপণ বোলার হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল, ইকনমি রেট ৩.২৮। ছটি ম্যাচে চার উইকেট এবং দুটি ম্যাচে পাঁচ উইকেট দখলের নজির রয়েছে ঝুলনের।
ক্রিকেটের সব ফর্ম্যাটেই ঝুলন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং দেশকে জিতিয়েছেন। আজ ২৫ নভেম্বর, ৩৮ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের এই আইকন। এক নজরে দেখে নেওয়া যায়, তাঁর উজ্জ্বল ক্রিকেট কেরিয়ার।
ভারত তথা বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যতম আইকন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম দ্রুত পেসার হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত। বহু রেকর্ড যেমন তিনি ভেঙেছেন, তেমনই ছুয়েছেন একের পর এক মাইলস্টোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -