Lionel Messi Birthday: জন্মদিনে জেনে নিন লিওনেল মেসির সম্পর্কে কিছু অজানা তথ্য
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির আজ জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৫ বছরে পা দিলেন ফুটবল যুবরাজ। ১৯৮৭ সালে আজকের দিনেই রোজারিওতে জন্ম হয়েছিল মেসির। মাত্র ১১ বছর বয়সেই হরমোনাল সমস্যায় ভুগতে থাকেন তিনি।
২০০৩ সালে এসপ্যানিওলের বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে বার্সার জার্সিতে ক্লাব ফুটবলে অভিষেক হয় মেসির। কাতালান ক্লাবের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার নজিরও গড়েন মেসি।
আর্জেন্টিনা ছাড়াও স্পেনের নাগরিকত্ব রয়েছে মেসির। ২০০৫ সালের স্পেনের বাসিন্দা হন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেন মেসি। ২০০৮ সাল থেকে বার্সার ১০ নম্বর জার্সি পেয়েছিলেন রোনাল্ডিনহোর থেকে।
বার্সেলোনা ছাড়ার পর মেসি প্যারিস সাঁ জাঁ-তে খেলা শুরু করেন। এখন তিনি পিএসজির হয়েই খেলেন।
জানা যায় যে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে স্পেনের হয়ে খেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন মেসি।
২০০৯ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান মেসি।
দেশের জার্সিতে ৮৬টি গোল করেছেন মেসি। অন্যদিকে ক্লাবের জার্সিতে এখনও পর্যন্ত ৭৬৯ গোল করেছেন মেসি।
জানা যায় যে কার্লস রেক্স্যাচ যিনি বার্সেলোনার প্রথম টিম ডিরেক্টর, তিনি সেই মুহূর্তে কোনও কাগজ হাতের কাছে না থাকায়, টিস্যু পেপারেই মেসির সঙ্গে চুক্তি সেরেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -