Happy birthday Mohammed Siraj: দেশের স্বার্থে বাবার শেষকৃত্যেও আসেননি, জন্মদিনে সিরাজের অজানা কাহিনি
২৭ বছর সম্পূর্ণ হল মহম্মদ সিরাজের। শনিবারই ছিল তাঁর জন্মদিন। গলিতে টেনিস বলে ক্রিকেট খেলা থেকে শুরু করে বিরাট কোহলিদের দলের অন্যতম সেরা পেস-অস্ত্র হয়ে ওঠা, সিরাজের সফরটা রূপকথার মতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরাজের বাবা হায়দরাবাদে অটো চালাতেন। আর টেনিস বলে অলি গলিতে ক্রিকেট খেলে বেড়াতেন সিরাজ। অভাবের সংসারে খেলা চালানোর জন্য অনেক লড়াই করতে হয়েছে সিরাজকে।
তাঁর ছোটবেলার কোচ পি জ্যোতি প্রসাদ জানিয়েছেন, একটা সময় তিনি ভয় পেতেন বলের গতি বাড়াতে গিয়ে না চাকিং শুরু করে দেন সিরাজ!
প্রসাদের কথায়, 'নানা জায়গায় টেনিস বলে ক্রিকেট টুর্নামেন্ট খেলে বেড়াত সিরাজ। ওইসব টুর্নামেন্টে যারা খেলে. তাদের অনেকেই বলের গতি বাড়াতে গিয়ে চাক করে। সিরাজকে সতর্ক করে দিয়েছিলাম।'
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক হয় সিরাজের। তবে প্রথম ম্যাচে ৫৩ রান খরচ করেন তিনি।
ওয়ান ডে অভিষেকও সুখের হয়নি সিরাজের। ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলেন সিরাজ। সেই ম্যাচে ৭৬ রান দেন তিনি।
তারও দু বছর পর টেস্টে অভিষেক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নেন সিরাজ।
অস্ট্রেলিয়া সফর চলাকালীন তিনি বাবার মৃত্যুর খবর পান। তবে দেশে ফেরেননি সিরাজ। তিনি জানান, বাবা তাঁকে ক্রিকেট খেলার জন্য বরাবর উৎসাহ দিতেন। বাবা কখনওই চাইবেন না তিনি দেশে ফিরে আসুন। তিনি দেশের স্বার্থকেই প্রাধান্য দেন।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই অবশ্য তিনি বাবার সমাধিস্থলে গিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
২৭তম জন্মদিনে সারাদিন শুভেচ্ছাবার্তায় ভাসলেন ডানহাতি পেসার। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাজ। ছবি - ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -