Suvendu Adhikari: আয় বৃদ্ধি না হ্রাস? জানেন শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ?
এবারের নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছেন তিনি। শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। প্রতিপক্ষ? সিপিএমের মীনাক্ষি মুখোপাধ্যায় এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময়কার দিদির অন্যতম আস্থাভাজন ছিলেন শুভেন্দু। ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রীও। সেই শুভেন্দুই এখন বিজেপিতে। রোজ ঝাঁঝাল ভাষায় আক্রমণ করছেন রাজ্যের শাসক দলকে।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের কাছে নিয়ম মেনে নিজের স্থাবর-অস্থাবর, সমস্ত সম্পত্তির হিসেব দাখিল করেছেন।
সেই নথিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২০১৫-১৬ আর্থিক বর্ষে তাঁর আয় ছিল ১৪ লক্ষ ৮৩ হাজার ৭৩০ টাকা। পরের আর্থিক বর্ষে তাঁর আয়ের পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৮৪ হাজার ৩৯৬ টাকা। ২০১৭-১৮ অর্থ বর্ষে তাঁর আয় ৫ লক্ষ ৯৫ হাজার ৬৯৭ টাকা ছিল বলে জানিয়েছেন শুভেন্দু। তবে ২০১৮-১৯ অর্থবর্ষে আয় বেড়ে দাঁড়ায় ১১ লক্ষ ৫৮ হাজার ৯ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে শুভেন্দুর আয় দাঁড়ায় ১১ লক্ষ ১৫ হাজার ৭১৫ টাকা।
শুভেন্দুর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩২ পয়সা।
শুভেন্দুর নামে থাকা স্থাবর সম্পত্তির বাজার মূল্য ২১ লক্ষ ৩৫ হাজার ১০২ টাকা।
মোট ৬টি এলআইসি পলিসি রয়েছে শুভেন্দুর নামে। মোট ৭ লক্ষ ৭১ হাজার ১৩৪ টাকা বিনিয়োগ করা রয়েছে এলআইসিতে।
ব্যবসাকে নিজের পেশা হিসাবে দেখিয়েছেন নন্দীগ্রাম আসনের বিজেপি প্রার্থী।
শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে, ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এ।
মনোনয়ন পেশের পর থেকে এলাকায় জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু।
বিজেপির সমস্ত কর্মসূচিতে সামনের সারিতে দেখা যাচ্ছে মমতার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -