Happy Birthday MS Dhoni: একমাত্র ক্যাপ্টেন হিসাবে ৩টি আইসিসি ট্রফি, সেনার উর্দি পরে নিয়েছিলেন পদ্মভূষণ
বৃহস্পতিবার ৪১ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জমকালোভাবে তাঁর জন্মদিন পালিত হচ্ছে। লাগানো হয়েছে ৪১ ফিটের কাট আউট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সঙ্গে ধোনির সম্মানার্থে আয়োজিত হয়েছে বাইক র্যালি। ধোনির বাইক প্রেমের কথা মাথায় রেখেই।
ধোনির কেরিয়ারের মতো বর্ণময় কাহিনি ভারতীয় ক্রিকেটে তো বটেই, বিশ্বক্রিকেটেও খুব কম রয়েছে।
একমাত্র অধিনায়ক হিসাবে তিনটি আইসিসি ট্রফি জয়ের নজির গড়েছেন ধোনি। যে কারণে তাঁর নামই হয়ে যায় ক্যাপ্টেন কুল।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু। তারপর ধোনি অধিনায়ক হিসাবে ২০১১ সালে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। তাঁর নেতৃত্বে টেস্টেও বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত।
ধোনির বাইক প্রীতি সর্বজনবিদিত। হার্লে ডেভিডসন থেকে শুরু করে বিশ্বের অনেক নামী সংস্থার বাইক রয়েছে ধোনির।
পাশাপাশি সারমেয় প্রেমী ধোনি। রাঁচির রিং রোডে খামারবাড়িতে জার্মান শেফার্ড, ল্যাব্রাডরের মতো বেশ কয়েকটি প্রজাতির কুকুর রয়েছে।
ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে লম্বা চুল রাখতেন ধোনি। যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ পর্যন্ত মজা করে বলেছিলেন, এই হেয়ারস্টাইল ছেড়ো না। ধোনির ঘনিষ্ঠ মহলের দাবি, জন আব্রাহামকে দেখে নাকি লম্বা চুল রেখেছিলেন তিনি।
ধোনি ভালবাসতেন ফুটবল খেলতে। গোলকিপার হিসাবেই খেলার মাঠের সঙ্গে তাঁর পরিচয়। পাশাপাশি দেখতেন ডব্লিউডব্লিউই। ব্রেট হার্ট ও হাল্ক হোগান তাঁর প্রিয় দুই কুস্তিগীর।
ধোনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল। সেনাবাহিনির উর্দি পরে রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার। ছবি - ধোনির ট্যুইটার থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -