Sunil Gavaskar Birthday: জেলের ছেলের সঙ্গে পাল্টে গিয়েছিলেন গাওস্কর, দেখুন এই কিংবদন্তির জীবনের কিছু আকর্ষণীয় তথ্য

ছবি-সুনীল গাওস্কর

1/9
আজ কিংবদন্তি সুনীল গাওস্করের জন্মদিন। ৭২-এ পা দিলেন তিনি। তিনিই প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ১০ হাজার রান করেন। ১৯৮৭-র ৭ মার্চ ১২৪তম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।
2/9
কোনও দলের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১৩টি। তাঁর আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি সেঞ্চুরির মালিক তিনি।
3/9
জন্মের সময় এক জেলের ছেলের সঙ্গে তাঁর বদল হয়ে গিয়েছিল। যদিও শরীরের চিহ্ন দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরে মায়ের হাতে তুলে দেওয়া হয় সুনীলকে।
4/9
মামা মাধব মন্ত্রী ছিলেন তাঁর অনুপ্রেরণা। ভারতের হয়ে তাঁর মামা ৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
5/9
ওয়েস্ট ইন্ডিজের রোহন কানহাইয়া ছিলেন গাওস্করের বাবার প্রিয় ক্রিকেটার। তাঁর নামেই পুত্র রোহনের নাম রাখেন সুনীল। রোহন গাওস্কর ভারতের হয়ে ১১টি একদিনের ম্যাচ খেলেছেন।
6/9
image 6ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনের বাবা ছিলেন গাওস্করের ভক্ত। ছেলের নাম তিনি সুনীলের নামে রাখেন।
7/9
ব্যাটিং করার সময় খুব কমই স্কোরবোর্ডের দিকে তাকাতেন সুনীল।
8/9
সাঁই বাবার একনিষ্ঠ ভক্ত এই কিংবদন্তি ক্রিকেটার।
9/9
কোনও সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গাওস্করের ঝুলিতে((ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান)। এছাড়া তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর দুটি ভেনুতে টানা ৪টি করে সেঞ্চুরি আছে।(ছবি সৌজন্য : বিসিসিআই ট্যুইটার)
Sponsored Links by Taboola