Sunil Gavaskar Birthday: জেলের ছেলের সঙ্গে পাল্টে গিয়েছিলেন গাওস্কর, দেখুন এই কিংবদন্তির জীবনের কিছু আকর্ষণীয় তথ্য
আজ কিংবদন্তি সুনীল গাওস্করের জন্মদিন। ৭২-এ পা দিলেন তিনি। তিনিই প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ১০ হাজার রান করেন। ১৯৮৭-র ৭ মার্চ ১২৪তম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও দলের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১৩টি। তাঁর আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি সেঞ্চুরির মালিক তিনি।
জন্মের সময় এক জেলের ছেলের সঙ্গে তাঁর বদল হয়ে গিয়েছিল। যদিও শরীরের চিহ্ন দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরে মায়ের হাতে তুলে দেওয়া হয় সুনীলকে।
মামা মাধব মন্ত্রী ছিলেন তাঁর অনুপ্রেরণা। ভারতের হয়ে তাঁর মামা ৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের রোহন কানহাইয়া ছিলেন গাওস্করের বাবার প্রিয় ক্রিকেটার। তাঁর নামেই পুত্র রোহনের নাম রাখেন সুনীল। রোহন গাওস্কর ভারতের হয়ে ১১টি একদিনের ম্যাচ খেলেছেন।
image 6ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনের বাবা ছিলেন গাওস্করের ভক্ত। ছেলের নাম তিনি সুনীলের নামে রাখেন।
ব্যাটিং করার সময় খুব কমই স্কোরবোর্ডের দিকে তাকাতেন সুনীল।
সাঁই বাবার একনিষ্ঠ ভক্ত এই কিংবদন্তি ক্রিকেটার।
কোনও সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গাওস্করের ঝুলিতে((ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান)। এছাড়া তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর দুটি ভেনুতে টানা ৪টি করে সেঞ্চুরি আছে।(ছবি সৌজন্য : বিসিসিআই ট্যুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -