Sunil Gavaskar Birthday: ক্রিকেট থেকে রুপোলি পর্দা, জন্মদিনে ফিরে দেখা অজানা সুনীল গাওস্কর
আজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তী সুনীল গাওস্করের জন্মদিন। ১৯৪৯ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল এই কিংবদন্তী ভারতীয় ক্রিকেটারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মালিক হয়েছিলেন গাওস্কর। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩৪ সেঞ্চুরির মালিক লিটল মাস্টার।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার টেস্টে সুযোগ পান গাওস্কর। ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মাত্র একটি সেঞ্চুরি করেছিলেন গাওস্কর। ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৮ বলে ১০৩ রান করেছিলেন তিনি।
আন্তর্জাতিক কেরিয়ারে ১২৫টি টেস্ট ম্যাচ খেলে গাওস্করের সংগ্রহ ১০১২২ রান। সেঞ্চুরি ৩৪টি, হাফ সেঞ্চুরি ৪৫টি। সর্বোচ্চ স্কোর ২৩৬।
শুধু ২২ গজে নয় ক্রিকেটের বাইর রুপোলি পর্দায় কাজ করেছেন গাওস্কর। তিনি ডেবিউ করেছিলেন একটি মারাঠি ছবির মাধ্যমে।
পরবর্তীতে ১৯৮৮ সালে নাসিরুদ্দিন শাহ অভিনীত মালামাল ছবিতে অভিনয় করেছিলেন।
বিশ্ব ক্রিকেটকে একটা সময় ব্যাট হাতে শাসন করা গাওস্করের কেরিয়ারের প্রথম ২ রান আসে লেগ বাইয়ের মাধ্যমে। নিজের অটোবায়ােগ্রাফি সানি ডে'স-এ গাওস্কর লিখেছেন যে আম্পায়ার ভেবেছিলেন যে বল তাঁর ব্যাটে লেগেছে, তাই তিনি লেগ বাই দেননি যদিও।
সুনীল গাওস্কর তিরাশির বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়া তাঁর পরিবারে মায়ের দিকে মন্ত্রী মাধব মন্ত্রী, শ্যালক গুন্ডাপ্পা বিশ্বনাথ, ছেলে রোহিন গাওস্কর সবাই ক্রিকেট খেলেছেন। বোন পুণমও মহিলা ক্রিকেট খেলেছেন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন গাওস্কর। বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নানা ছবি দিতেও দেখা যায় তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -