Sunil Gavaskar Birthday: ক্রিকেট থেকে রুপোলি পর্দা, জন্মদিনে ফিরে দেখা অজানা সুনীল গাওস্কর

আজ সুনীল গাওস্করের জন্মদিন

1/10
আজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তী সুনীল গাওস্করের জন্মদিন। ১৯৪৯ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল এই কিংবদন্তী ভারতীয় ক্রিকেটারের।
2/10
টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মালিক হয়েছিলেন গাওস্কর। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩৪ সেঞ্চুরির মালিক লিটল মাস্টার।
3/10
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার টেস্টে সুযোগ পান গাওস্কর। ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
4/10
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মাত্র একটি সেঞ্চুরি করেছিলেন গাওস্কর। ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৮ বলে ১০৩ রান করেছিলেন তিনি।
5/10
আন্তর্জাতিক কেরিয়ারে ১২৫টি টেস্ট ম্যাচ খেলে গাওস্করের সংগ্রহ ১০১২২ রান। সেঞ্চুরি ৩৪টি, হাফ সেঞ্চুরি ৪৫টি। সর্বোচ্চ স্কোর ২৩৬।
6/10
শুধু ২২ গজে নয় ক্রিকেটের বাইর রুপোলি পর্দায় কাজ করেছেন গাওস্কর। তিনি ডেবিউ করেছিলেন একটি মারাঠি ছবির মাধ্যমে।
7/10
পরবর্তীতে ১৯৮৮ সালে নাসিরুদ্দিন শাহ অভিনীত মালামাল ছবিতে অভিনয় করেছিলেন।
8/10
বিশ্ব ক্রিকেটকে একটা সময় ব্যাট হাতে শাসন করা গাওস্করের কেরিয়ারের প্রথম ২ রান আসে লেগ বাইয়ের মাধ্যমে। নিজের অটোবায়ােগ্রাফি সানি ডে'স-এ গাওস্কর লিখেছেন যে আম্পায়ার ভেবেছিলেন যে বল তাঁর ব্যাটে লেগেছে, তাই তিনি লেগ বাই দেননি যদিও।
9/10
সুনীল গাওস্কর তিরাশির বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়া তাঁর পরিবারে মায়ের দিকে মন্ত্রী মাধব মন্ত্রী, শ্যালক গুন্ডাপ্পা বিশ্বনাথ, ছেলে রোহিন গাওস্কর সবাই ক্রিকেট খেলেছেন। বোন পুণমও মহিলা ক্রিকেট খেলেছেন।
10/10
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন গাওস্কর। বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নানা ছবি দিতেও দেখা যায় তাঁকে।
Sponsored Links by Taboola