Chahal Birthday: এই রেকর্ড রয়েছে একমাত্র চাহালেরই, জন্মদিনে রইল চমকে দেওয়ার মতো পরিসংখ্যান
শনিবার, ২৩ জুলাই ৩২ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট ক্রিকেট খেলেননি। কিন্তু সীমিত ওভারের ফর্ম্যাটে তাঁকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার মনে করা হয়।
তাঁর ঝুলিতে রয়েছে এমন কিছু রেকর্ড, যা বিশ্বে আর কোনও বোলারেরই নেই। রয়েছে একমাত্র ভারতীয় বোলার হিসাবে কিছু কীর্তিও।
প্রথম ভারতীয় বোলার হিসাবে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে ৪টি করে উইকেট পাওয়ার নজির রয়েছে হরিয়ানার স্পিনারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে নজির গড়েছিলেন তিনি।
ঐতিহাসিক লর্ডসে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাঁরই। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে তিনি ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন।
চাহাল ভেঙে দিয়েছেন মোহিন্দর অমরনাথের নজির। ১৯৮৩ বিশ্বকাপে অমরনাথের ৩-১২-ই এতদিন পর্যন্ত ছিল লর্ডসে ওয়ান ডে-তে সেরা বোলিং ফিগার।
আইপিএলে চাহাল এখন খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার তিনি। নিয়েছেন ১৩৯টি উইকেট।
চাহালের আগে আরসিবির হয়ে কেউই আইপিএলে একশো উইকেট নিতে পারেননি।
গত আইপিএলে কেকেআরের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেছিলেন। সঙ্গে নিয়েছিলেন মোট ৫ উইকেট। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র স্পিনার যাঁর একটি ম্যাচে হ্যাটট্রিক ও পাঁচ উইকেটও রয়েছে।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে চাহালের। তবে তিনি একা নন। অমিত মিশ্র ও চাহাল যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী। ছবি চাহালের ট্যুইটার হ্য়ান্ডল থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -