Happy New Year 2023: বর্ষবরণের রাতে স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটালেন মেসি, শুভেচ্ছা জানালেন দি মারিয়াও
এক ঐতিহাসিক ২০২২-র স্মৃতিচারণায় আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি। অতীতের একাধিক হতাশাকে পিছনে ফেলে অবশেষে মেসির স্বপ্নপূরণ হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বজয়ের স্মৃতিচারণ করে পরিবার তথা সকলকে অনুরাগীকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন মেসি।
'এলএম১০' লেখেন, 'এক অবিস্মরণীয় বছর শেষ হল। আজীবন যে স্বপ্নকে সত্যি করার জন্য খেটেছি, তা অবশেষে পূরণ হয়েছে। তবে আমার পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে এই খুশি ভাগ করে নিতে না পারলে এর কোনও অর্থই নেই।'
নিজের পরিবারকে লিওনেল মেসি ধন্যবাদ তো জানানই, পাশাপাশি নিজের অনুরাগীদের সবসময় পাশে থাকার জন্যও ধন্যবাদ জানান তিনি।
বিশ্বজয়ের পরে এখনও পিএসজির হয়ে খেলতে ফ্রান্সে ফেরেননি মেসি। আপাতত আর্জেন্তিনাতেই আছেন 'এলএম১০'।
আর্জেন্তিনায় নিজের স্ত্রী, সন্তানদের সঙ্গে নতুন বছরটা শুরু করলেন মেসি। সকলকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।
মেসির দীর্ঘদিনের সতীর্থ এবং আরেক বিশ্বজয়ী আর্জেন্তাইন অ্যাঙ্খেল দি মারিয়াও পরিবার পরিজনের সঙ্গেই আনন্দ করে বছরটা শুরু করলেন।
সোশ্যাল মিডিয়ায় দি মারিয়ার শেয়ার করা ছবিতে তাঁর স্ত্রী, সন্তানদের পাশাপাশি, তাঁর বাবা মাকেও দেখা যায়। তিনিও নতুন বছরে সকলের সুস্বাথ্যের কামনা করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -