WPL 2023: ব্যাট হাতে হরমন, বল হাতে সাইকার দাপটে গুজরাতকে হারাল মুম্বই
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ডব্লিউপিএল শুরু হয়। কৃতী শ্যানন, কিয়ারা আডবাণীরা পারফর্ম করেন এই অনুষ্ঠানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর পাঁচ ফ্রাঞ্চাইজির অধিনায়ক মিলে ডব্লিউপিএল ট্রফি প্রকাশ্যে আনেন।
ম্যাচে গুজরাত অধিনায়ক বেথ মুনি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ইয়াস্তিকাকে মাত্র এক রানে ফেরান তুনজা কনওয়ার।
তবে ইয়াস্তিকা আউট হওয়ার পর হেইলি ম্যাথিউজ ও ন্যাট স্কিভার-ব্রান্ট ৫৪ রানের পার্টনারশিপে ইনিংসের হাল ধরেন।
সেই পার্টনারশিপ ভাঙেনজর্জিয়া ওয়েরহ্যাম। ২৩ রানে স্কিভার-ব্রান্টকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে ৪৭ রানে ফেরেন ম্যাথিউজ।
পরপর দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে যাওয়া দলকে এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর।
হরমনপ্রীতকে যোগ্য সঙ্গে অ্যামিলিয়া কের। দুইজনে চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করেন। হরমনপ্রীত অর্ধশতরানও হাঁকান।
তবে ৬৫ রানে ফেরেন হরমন। অপরাজিত ৪৫ রানের ইনিংসে দলকে ২০৭/৫ তুলতে সাহায্য করেন অ্যামিলিয়া।
বড় রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপত্তি। রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেথ মুনিকে।
প্রথম ওভারেই হরলীন দেওলও ১ রানে আউট হন। তাঁকে ন্যাট স্কিভার-ব্রান্ট সাজঘরে ফেরান।
প্রথম ওভারের ধাক্কা সামলেই উঠতে পারেনি গুজরাত। নিরন্তর ব্যবধানে উইকেট হারায় তারা। বল হাতেও দুই উইকেট নেন অ্যামিলিয়া।
তবে ম্যাচে বল হাতে সবচেয়ে সফল বাংলার সাইকা ইশাক। তিনি ম্যাচে এক দুই নয়, মাত্র ১১ রানের বিনিময়ে চার উইকেট নেন।
৬৪ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। ১৪৩ রানে জয় পায় মুম্বই। আর ব্যাটই করতে নামেননি আহত গুজরাত অধিনায়ক বেথ মুনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -