Indian Cricket: বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বর ব্য়াটিং পজিশনে কে সেরা বিকল্প, পরিসংখ্যান কী বলছে?
ওয়ান ডে ক্রিকেটে অভিষেকের পর থেকে ৬টি ম্যাচে চার নম্বর স্লটে ব্যাটিং করেছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২১.২০ গড় নিয়ে ব্যাটিং করে মোট ১০৬ রান করেছেন এই পজিশনে ব্যাট করে ঈশান কিষাণ। একটি অর্ধশতরানও রয়েছে ঝুলিতে।
তালিকায় রয়েছেন কে এল রাহুলও। আসন্ন বিশ্বকাপেও অন্যতম দাবিদার তিনি এই পজিশনে খেলার জন্য।
মোট ৪টি ম্যাচ ওয়ান ডে-তে চার নম্বর স্লটে ব্য়াটিং করেছেন রাহুল। ৬৩-র ওপর গড় তাঁর এই পজিশনে ব্যাটিং করতে নেমে। ১৮৯ রান করেছেন। একটি শতরানও রয়েছে।
তালিকায় সবচেয়ে বেশি রান শ্রেয়স আইয়ারের। তিনি চোট সারিয়ে পুরো ফিট হলে এবারের বিশ্বকাপে চার নম্বরে অটোমেটিক চয়েস।
মোট ২২ ম্যাচে এই পজিশনে খেলে ৪৭-র ওপর গড়ে ৮০৫ রান করেছেন। পাঁচটি অর্ধশতরান ও কিছু সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।
তালিকায় একেবারেই কম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার মণীশ পাণ্ডে। প্রতিভা ও যোগ্যতা থাকা সত্ত্বেও ধারাবাহিকতার অভাবে তিনি দলে আর সুযোগ পান না।
২০১৯ বিশ্বকাপের পর থেকে মণীশ ৩ ম্যাচ চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রান করেছেন।
তালিকায় থাকবেন ভারতীয় দল থেকে বাইরে থাকা ঋষভ পন্থও।
ব্যাটিং পজিশনে চার নম্বরে ব্যাট করতে নেমে ১১ ম্য়াচে ৩৬০ রান করেছন ভারতীয় দলের এই তরুণ উইকেট কিপার ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -