ICC Cricket World Cup: বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি কে? প্রথম দশে কতজন ভারতীয়?
আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি মোট ৭১টি উইকেট নিয়েছেন টুর্নামেন্টের ইতিহাসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্থাইয়া মুরলিথরন। প্রাক্তন লঙ্কা অফস্পিনার বিশ্বকাপের ইতিহাসে ৬৮ উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তিনি তাঁর বিশ্বকাপের ইতিহাসে মোট ৫৬ উইকেট নিয়েছেন।
তালিকায় এরপরই রয়েছেন শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। ২০১১ বিশ্বকাপের রানার্স আপ লঙ্কা শিবিরের পেসার মালিঙ্গাও মোট ৫৫ উইকেট নিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে।
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আক্রম। তিনি মোট ৫৫ উইকেট ঝুলিতে পুরেছেন।
বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ৪৯ উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার আরেক প্রাক্তন পেসার চামিন্ডা ভাস রয়েছেন এই তালিকায়। তিনিও মোট ৪৯ উইকেট নিয়েছেন।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি। দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছেন। তিনি মোট ১৩ ম্যাচে ৪৫ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবার আগে রয়েছেন।
প্রাক্তন ভারতীয় বাঁহাতি পেসার জাহির খানও রয়েছেন তালিকায়। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য জাহির ৪৪ উইকেটের মালিক।
তালিকায় দশ নম্বরে রয়েছেন জাভাগাল শ্রীনাথ। অর্থাৎ প্রথম দশের শেষ তিনজনই ভারতীয়। প্রাক্তন ভারতীয় পেসারের ঝুলিতেও ৪৪ উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -