Hima Das Birthday: ২ মাসে ৭টি সোনা ঝুলিতে, জন্মদিনে হিমার রেকর্ডবুকে এক ঝলক
২৩ বছরে পা দিলেন অসমের হিমা দাস। ভারতীয় মহিলা স্প্রিন্টারদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের প্রথম অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টে সোনা জিতেছেন অসমের এই স্প্রিন্টার।
২০১৮ সালের অনূর্ধ্ব ২০ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ফিনল্যান্ডের ট্যামপেয়ারে, মহিলাদের ৪০০ মিটারে স্বর্ণ পদক জিতে নিতে সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড।
২০১৮ জাকার্তা, এশিয়ান গেমসেও মহিলাদের ৪০০ মিটারে রৌপ্য পদক এবং মহিলাদের ৪ x 8০০ মিটার মিশ্র রিলেতে স্বর্ণ পদক জিতেছেন।
মাত্র ২ মাসের ব্যবধানে ৭টি সোনা জিতেছিলেন হিমা। ২০১৯ সালের জুলাই ও আগস্টে ইউরোপিয়ান ট্যুর ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি।
২০১৮ আইএএএফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন। তাঁকে ধিং এক্সপ্রেস নামেও ডাকা হয়।
২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর হিমা দাস অর্জুন অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হয়েছিলেন।
গত বছর ১০০ মিটার ক্যাটাগরিতে হিমা আন্তঃ রাজ্য চ্যাম্পিয়নশিপে নিজের সেরাটা দিয়েছিলেন।
২০০০ সালের ৯ জানুয়ারি অসমের নগাঁও জেলার ধিং গ্রামে জন্ম গ্রহণ করেন হিমা। কৃষক পরিবারের মেয়ে হিমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -