Commonwealth Games: আর কিছুদিন পরেই শুরু কমনওয়েলথ গেমস, জেনে নিন টুর্নামেন্টের অজানা ইতিহাস
অলিম্পিক্সের মতোই প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় কমনওয়েলথ গেমসের আসর। ১৯৩০ সালে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এবার ইংল্য়ান্ডের বার্মিংহ্যামে বসবে কমনওয়েলথ গেমসের আসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামে হয় টুর্নামেন্ট। এরপর পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালের পর থেকে কমনওয়েলথ গেমস নামেই অনুষ্ঠিত হচ্ছে।
বার্মিংহ্য়াম উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৮ জুলাই থেকে শুরু টুর্নামেন্ট।
এখনও পর্যন্ত মোট ৭টি দেশের ১৮টি শহরে কমনওয়েলথ গেমসের আসর বসেছে। শেষবার ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গোল্ডকোস্টে বসেছিল টুর্নামেন্টের আসর।
আসন্ন কমনওয়েলথ গেমসের আসরে প্রথমবার ক্রিকেটের আসর বসবে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা এরমধ্যেই বার্মিংহ্যামে চলে গিয়েছে।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই ও মহিলা বক্সার নিখাত জারিন বার্মিংহ্যামে পৌঁছনোর পর তাঁদের ঘিরে সেখানকার ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস।
এবছর কমনওয়েলথে অংশগ্রহণের জন্য ১৮ জুলাইয়ের মধ্যেই সব দেশের ক্রীড়াবিদদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল আগেই।
এবছর পেরি নামক একটি ষাঁড়কে ম্যাসকট হিসেবে নির্বাচিত করা হয়। এর গায়ে বিভিন্ন রঙ। বার্মিংহামের একটি এলাকা পেরি বারের নামেই এর নামকরণ।
যে আলেকজান্ডার স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের আসর বসবে সেই স্টেডিয়ামটিও এই এলাকাতেই অবস্থিত।
১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যাঞ্চেস্টারের পর তৃতীয়বারের জন্য ইংল্য়ান্ড এবারের কমনওয়েলথ গেমস আয়োজিত করতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -