Hockey WC 2023: ভূমিপুত্র অমিতের দুরন্ত পারফরম্যান্স, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
IND vs ESP: স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও, গ্রুপ ডি-তে ইংল্যান্ডের পরে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় হকি দল।
প্রথম কোয়ার্টারেই গোল করে ভারতকে এগিয়ে দেন অমিত (ছবি: পিটিআই)
1/10
৪৮ বছর পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঘরের মাঠে মাঠে নেমেছে ভারতীয় হকি দল।
2/10
ওড়িশায় গতবারের মতোই এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতই প্রথম দেশ যেখানে পরপর দুই বিশ্বকাপের আসর বসছে।
3/10
গ্রুপ ডিতে রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করে ভারতীয় দল।
4/10
ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই ছিল টানটান উত্তেজনা। দুই দলই শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে। তবে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল স্পেন।
5/10
প্রথম কোয়ার্টারে ম্যাচ যত এগোয়, ভারত ততই ম্যাচে ফিরে আসে এবং প্রথম কোয়ার্টারে গোলও পেয়ে যায়।
6/10
ভারতীয় দলের দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট ব্লক হলেও, ফিরতি বল জালে জড়িয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন অমিত রোহিদাস।
7/10
স্পেন বক্সের ডান দিকে থেকে দ্বিতীয়ার্ধে এক দুরন্ত রান নিয়ে গোলের সামনে পৌঁছে যান হার্দিক সিংহ। তাঁর ললিতকে বাড়ানো স্পেন ডিফেন্ডারের স্টিকে লেগে গোলে ঢুকে যাওয়ায় ভারত ২-০ এগিয়ে যায়।
8/10
দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হরমনপ্রীত। তবে স্পেন গোলরক্ষক তা বাঁচিয়ে দেন।
9/10
চতুর্থ কোয়ার্টারে অভিষেক হলুদ কার্ড দেখে ১০ মিনিটের জন্য বাইরে চলে যাওয়ায় স্পেন সিংহভাগ সময় একজন বেশি নিয়ে খেলে।
10/10
তবে অনেক চেষ্টা করেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন। ২-০ ম্যাচ জেতে ভারত। ওড়িশার ভূমিপুত্র অমিত রোহিদাসকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
Published at : 14 Jan 2023 12:25 AM (IST)