Commonwealth Games: শনিবার কমনওয়েলথে ভারতের স্বর্ণালী দিন, এক ঝলকে সাফল্যের খতিয়ান
সিঙ্গলসে নিজের প্রথম কমনওয়েলথ গোল্ড মেডেলের দিকে আরও একধাপ এগোলেন পিভি সিন্ধু। মালয়েশিয়ার গোহ ওয়েই জিনকে তিন গেমে পরাজিত করলেন। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৪, ২১-১৮।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরুষদের বক্সিংয়ের ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের সেমিফাইনালে ঘানার প্রতিপক্ষ জোসেফ কোমির কাছে ১-৪ ব্যবধানে হেরে গেলেন। তাই ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল হুসামুদ্দিনকে।
টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগত। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর।
বার্মিংহামে দেশকে দশম সোনা এনে দিলেন রবি দাহিয়া। ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে আগাগোড়া দাপট দেখিয়ে নাইজেরিয়ার এবিকেয়েনিমো ওয়েলসনকে ১০-০ ফলে হারিয়ে বাজিমাত করেন রবি।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের পদকের দৌড় চলছে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের অবিনাশ মুকুন্দ সাবল রুপো জিতেছেন। ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে ৩ হাজার মিটার সম্পূর্ণ করেন অবিনাশ।
হকির সেমিফাইনালে ভারতীয় পুরুষ হকি দলের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩-২ গোলে হারাল ভারত।
কুস্তিতে সোনা জিতলেন নবীন। পুরুষদের কুস্তির ৭৪ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে নবীনের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের শরিফ তাহির।
আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
ব্রোঞ্জের ম্যাচে পূজা সিহাগ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। অস্ট্রেলিয়ার নাওমি দ্য ব্রুইনকে টেকনিক্যাল সুপিরিওরিটিতে ১১-০ ব্যবধানে ধরাশায়ী করেন পূজা। জিতে নেন ব্রোঞ্জ।
পুরুষদের ৯৭ কেজি বিভাগের ফ্রি স্টাইলে পাকিস্তানের তায়াব রাজাকে ১০-২ ব্যবধানে হারান দীপক। ব্রোঞ্জ জিতলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -