Commonwealth Games: কুস্তিতে ৩টি সোনা, কমনওয়েলথের অষ্টম দিনে ভারতের সাফল্যের খতিয়ান

Commonwealth Games 2022: শুক্রবার কমনওয়েলথ গেমসের অষ্টম দিন ছিল। এই দিন কুস্তিতে তিনটি সোনা জিতেছে ভারত। সাফল্য এসেছে ব্যাডমিন্টন, টেবিল টেনিসেও।

কুস্তিতে সোনা জিতেছেন বরজঙ্গ, সাক্ষী

1/10
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া।
2/10
চোট-আঘাতে দীর্ঘদিন জর্জরিত ছিলেন। সাক্ষী মালিকের কাছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ছিল প্রত্যাকমনওয়েলথের মঞ্চে জ্বলে উঠলেন সাক্ষী মালিক। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তারপরেও হারিয়ে দিলেন কানাডার গডিনেজ গঞ্জালেসকে। জিতে নিলেন সোনা।
3/10
পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে দিলেন বজরঙ্গ পুনিয়া। জিতলেন সোনা।
4/10
মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের অংশু মালিক। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
5/10
কুস্তিতে পুরুষদের ১২৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের রেপেশাস ম্যাচ জিতে ব্রোঞ্জ পেলেন ভারতের মোহিত গ্রেওয়াল।
6/10
মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান। তাঁদের ম্যাচ শেষ হল মাত্র ৩০ সেকেন্ডে।
7/10
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কমনওয়েলথ গেমসে ফাইনালে ভারত। পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দৌড়ের দ্বিতীয় হিটে দু'নম্বরে শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতীয় দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল বড়িয়াথোড়ি ও আমোজ জেকব। ৩.০৬.৯৭ মিনিটে রিলে দৌড় শেষ করে ভারতীয় দল। হিটে কিনিয়া প্রথম স্থানে শেষ করেছে।
8/10
কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন কোর্টে ছন্দে ভারতের পি ভি সিন্ধু। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু। শুক্রবার প্রি কোয়ার্টার ফাইনালে উগান্ডার হাসিনা কোবুগাবেকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। ২১-১০, ২১-৯ স্ট্রেট গেমে জিতলেন তিনি।
9/10
ব্যাডমিন্টনে পুরুষদের বিভাগেও দুরন্ত ছন্দে কিদাম্বি শ্রীকান্ত। ভারতীয় শাটলার ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনিও প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন।
10/10
মিক্সড ডাবলস ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে নেমেছিল মণিকা বাত্রা (Manika Batra)-সাথিয়ান জ্ঞানসেকরন এবং শরথ কমল-শ্রীজা অকুলার (Sreeja Akula) দুই ভারতীয় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেছে।
Sponsored Links by Taboola