Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে কেমন পারফর্ম করলেন ভারতীয় অ্যাথলিটরা?
জাতীয় রেকর্ডের অধিকারী তেজস্বীন শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। পরের ম্যাচে পাকিস্তানকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় মরণ-বাঁচন লড়াই। বার্বাডোজকে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন হরমনপ্রীতরা।
। ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন হিমা দাস। হিমা ২০০ মিটার সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। হিট টু-তে অংশ নিয়ে তিনি শীর্ষস্থানে থেকে শেষ করেন দৌড়। হিমা সময় নিয়েছিলেন ২৩.৪২ সেকেন্ড।
মালদ্বীপের নাবাহা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে ২১-৪, ২১-১১ জয়ের মাধ্যমে নিজের মহিলাদের সিঙ্গলসের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু।
মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন মনিকা বাত্রা এবং জি সাথিয়ান। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছেন তাঁরা। প্রথম রাউন্ডে অবশ্য বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে ১১-১, ১১-৩, ১১-১ ব্যবধানে জয় পেলেন ভারতীয় জুটি।
মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। নিউজিল্য়ান্ডের প্রতিপক্ষ ট্রয় গার্টনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জেসমিন।
৩৫ বছর বয়সে ইতিহাস গড়লেন। ৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছে ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা।
পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত।
কমনওয়েলথ গেমসে হকিতে দুরন্ত জয় ভারতের। ওয়েলসের বিরুদ্ধে পুল বি-র ম্যাচে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল। হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -